দিনাজপুরে মোটরসাইকেল চোর সন্দেহে আটক ৪

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২০, ১৭:৪৩| আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৯:১১
অ- অ+

দিনাজপুরে পুলিশ অভিযান চালিয়ে চুরি হয়ে যাওয়া একটি মোটরসাইকেলসহ মোটরসাইকেল চোর চক্রের চারজন সদস্যকে আটক করেছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এর আগে ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-সদর উপজেলার কসবা এলাকার আব্দুস সোহাগ, একই উপজেলার পুলহাট বাহারপাড়া এলাকার মাইনুল ইসলাম মিঠুন, কাহারোল উপজেলার গড়নুরপুর এলাকার জমিরউদ্দিন ওরফে বন্ধন ওরফে শুভ এবং বিরামপুর উপজেলার চাকুল গ্রামের শাকিল রানা।

কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, গত ৩ মার্চ দিনাজপুর শহরের কালিতলা সরদারপাড়া এলাকা থেকে শেখপুরা গ্রামের রহিমুল্লাহর একটি বাজাজ ১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়। পরে বিষয়টি তারা থানায় অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে গত বুধবার রাতে তাদের আটক করে। তারা একটি মোটরসাইকেল চোর চক্রের সদস্য এবং এর আগেও তাদের কয়েকবার গ্রেপ্তার করে চালান দেয়া হয়েছিল। তাদের সাথে আরো কয়েকজন জড়িত রয়েছে এবং তাদেরও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাবির শিক্ষার্থী সাম্য হত্যা: গ্রেপ্তার ৩ জন কারাগারে
ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক
ডিবির অভিযানে ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আনছারুল করিম গ্রেপ্তার
সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে ট্রাম্পের বৈঠক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা