বুমরাহ এখন মালি!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০২০, ১৯:৫৫

করোনাভাইরাসের জেরে শুধু বিশ্বজুড়ে জনজীবনই নয়, স্তব্ধ ক্রীড়ামহলও। খেলার দুনিয়াতেও এখন চলছে লকডাউন। এই আবহে বাড়িতে সময় কাটানোর নিত্যনতুন উপায় খুঁজে বের করতে হচ্ছে ক্রীড়াবিদদের।

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা পেসার জ্যাসপ্রীত বুমরাহ তাই হয়ে উঠেছেন ‘মালি’। টুইটারে সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এই সময়টা কাজে লাগাচ্ছি জীবনের গুরুত্বপূর্ণ কিছু দিকে মন দিয়ে। একইসঙ্গে নতুন কিছু হবিও গড়ে তুলছি।’ দুটো ছবিও পোস্ট করেছেন তিনি।

২৬ বছর বয়সী পেসার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দলে ছিলেন। কিন্তু সেই সিরিজ বাতিল হয়ে গিয়েছে করোনার জেরে। প্রধানমন্ত্রীর আবেদন মেনে বুমরাহ তাই এখন ঘরেই সময় কাটাচ্ছেন। কবে বল হাতে ক্রিকেট মাঠে দৌড় শুরু করবেন, তার কোনও ঠিক নেই। আপাতত সব ধরনের ক্রিকেট বন্ধ। বুমরা তাই মন দিয়েছেন নতুন এই শখে।

(ঢাকাটাইমস/২৮ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :