শচীন-লারা আমার প্রজন্মের সেরা: শেন ওয়ার্ন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২০, ১১:১৯
অ- অ+

এক দশক আগের ক্রিকেট স্মরণ করতে হলে শুরুতেই চলে আসে ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকারদের মতো কিংবদন্তি ব্যাটসম্যানদের। তাদের উইকেট নেওয়া মানে, যে কোনও দলের আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে যাওয়া। বিপক্ষে অস্ট্রেলিয়াই হোক বা ইংল্যান্ড, সবারই লক্ষ্য তাদের প্যাভিলিয়নে ফেরানোর। না হলে হাত থেকে ম্যাচ বেরিয়ে যাওয়াই যে অনিবার্য। কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নও তা উপলব্ধি করতে পেরেছেন। তাই নিজের প্রজন্মের সেরা দুই ব্যাটসম্যানকে বেছে নিতে বলা হলে তিনি বলে ওঠেন, শচীন ও লারা।

করোনা আতঙ্কে গৃহবন্দি ওয়ার্ন। নিজের সন্তানের সাহায্যে ইনস্টাগ্রাম লাইভে আসেন প্রাক্তন তারকা। ওয়ার্ন এসেই দেখেন, লাইভে তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন লারা। ওয়ার্ন বলে ওঠেন, ‘ব্রায়ান, তোমাকে নিয়ে আজ অনেক কিছু বলব।’ তার পরেই তাঁর ভক্তেরা বিভিন্ন প্রশ্ন করতে শুরু করেন কমেন্ট বক্সে। তার মধ্যে ওয়ার্ন বেছে নেন তার পছন্দের প্রশ্নগুলো।

তার প্রজন্মের সেরা দুই ব্যাটসম্যান কে অথবা কারা? কিংবদন্তি লেগস্পিনারের উত্তর, ‘অবশ্যই শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা। দু’জনেই আমার বিরুদ্ধে প্রচণ্ড সাবলীল ব্যাট করত। আউট করা তো দূরের কথা, পরাস্ত করাই ছিল কঠিন।’

পরের প্রশ্ন, ‘যে কোনও পরিস্থিতিতে ব্যাট করার ক্ষেত্রে কাকে এগিয়ে রাখবেন?’ বেশ কিছুক্ষণ ভাবার পরে ওয়ার্ন বলেন, ‘টস করে এ ধরনের উত্তর দেওয়া উচিত। তবুও চোখ বন্ধ করে শচীনকে বেছে নেব।’ ওয়ার্ন যোগ করেন, ‘কিন্তু যদি টেস্ট ম্যাচের শেষ দিনে চারশো রান তাড়া করতে হয়। তা হলে অবশ্যই আমার দলে থাকবে লারা। ওর আগ্রাসনে বারবার মুগ্ধ হতাম আমি। অসাধারণ টেকনিক, সেই সঙ্গে প্রচণ্ড সাহস। অন্য দিকে সচিনকে যে কোনও পিচে নামিয়ে দাও, ও ভালবেসে রান করে বেরিয়ে যাবে। প্রতিপক্ষ মুখিয়ে থাকত ওর উইকেটের জন্য।’

ওয়ার্নের আরও উপলব্ধি, ‘রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, মার্ক ওয়রাও আমার প্রজন্মের ক্রিকেটার। কিন্তু শচীন ও লারার প্রতিভা একেবারেই আলাদা। বাকিদের সঙ্গে তুলনা চলে না।’

(ঢাকাটাইমস/৩১ মার্চ/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা