মেহেরপুরে করোনা সন্দেহে রোগী দেখে পালিয়েছে অন্যরা

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১৬:০৮ | প্রকাশিত : ০১ এপ্রিল ২০২০, ১৫:৫৬

মেহেরপুরে ঠাণ্ডা, জ্বর, কাশি নিয়ে মধ্যবয়সী এক ব্যক্তি গাংনী উপজেলা স্বাস্থকমপ্লেক্সে মঙ্গলবার রাতে ভর্তি হয়েছেন। তবে তার কোনো চিকিৎসা দেয়া হচ্ছে না - এমন অভিযোগ রয়েছে তার স্বজনদের। ওই রোগী ভর্তি হবার পর থেকে হাসপাতালে আগের ভর্তিকৃত রোগীরা করোনা আতঙ্কে হাসপাতাল ছেড়ে চলে গেছেন। করোনা সন্দেহের রোগীকে হাসপাতালের একটি কেবিনে রাখা হয়েছে। সেবিকারাও রয়েছে আতঙ্কে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রিয়াজুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট, ঠাণ্ডা,জ্বর, কাশি নিয়ে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসাপাতাল থেকে আইইডিসিআর এ যোগাযোগ করেছি রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর জানা যাবে তিনি করোনা আক্রান্ত কি না।

(ঢাকাটাইমস/১এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :