বৃষ্টি আইনের জনক টনি লুইস আর নেই

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২০, ১১:৪৩
অ- অ+

আবহাওয়া বা অন্য কোন কারণে কোন ক্রিকেট ম্যাচ বাঁধাপ্রাপ্ত হলে, সঠিক সময়ে শেষ না হলে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ম্যাচের নতুন করে লক্ষ্য নির্ধারিত হয়। দুজন ইংলিশ পরিসংখ্যানবিদ ফ্রাঙ্ক ডাকওয়ার্থ ও টনি লুইস এই পদ্ধতি তৈরি করেন বলে তাদের নামানুসারে এটার নাম রাখা হয় ডাকওয়ার্থ-লুইস (ডি/এল) মেথড। তবে বিখ্যা্ত এই ক্রিকেটীয় আইনের অন্যতম প্রবক্তা টনি লুইস আর নেই। পৃথিবীর মায়া কাটিয়ে তিনি পাড়ি জমিয়েছেন পরপারে।

১৯৯৭ সালে এই নিয়মের প্রবর্তন করেন ফ্রাঙ্ক ডাকওয়ার্থ ও টনি লুইস। যা আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ১৯৯৯ সালে। ডাকওয়ার্থ ও লুইসের অবসরে যাবার পর এই পদ্ধতির দেখভাল ও পরিবর্তনের দায়িত্ব পড়ে প্রফেসর স্টিভেন স্টার্নের ওপর। ২০১৪ সালের নভেম্বরে এই পদ্ধতির নাম পরিবর্তন করে করা হয় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতি।

এই ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতির মূল দুই প্রবক্তার একজন টনি লুইস চলে গেছেন না ফেরার দেশে। ১৯৪২ সালের ২৫ ফেব্রুয়ারি ল্যাঙ্কশায়ারের বল্টনে জন্ম নেন এই ম্যাথমেটিশিয়ান। শেফিল্ড ইউনিভার্সিটি থেকে ম্যাথমেটিকস ও স্ট্যাটিস্টিকসের ওপর ডিগ্রি নিয়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে কাজ করেছেন তিনি।

ইউনিভার্সিটি অব দ্যা ওয়েস্ট অব ইংল্যান্ডে শিক্ষকতা করার সময়ই ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির আবিষ্কারক বনে যান টনি লুইস। যেটা আলোর দেখা পায় মূলত এক আন্ডারগ্র্যাজুয়েট শেষ বর্ষের প্রজেক্ট থেকে।

(ঢাকাটাইমস/০২ এপ্রিল/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা