বাবার লাশ গ্রামে নিতে পারলেন না সিদ্দিকুর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২০, ১৯:৩৩
অ- অ+

দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের বাবা মো. আফজাল হোসেন মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

গতকাল (বুধবার) রাত ৯টা ৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করে আফজাল হোসেন। মৃত্যুকালে স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন তিনি।

সিদ্দিকুরের পরিবারের ইচ্ছা ছিল তাকে মাদারীপুরের গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করার। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সিদ্ধান্ত বদলে মরহুমের লাশ ক্যান্টনমেন্ট সংলগ্ন দক্ষিণ মানিকদি কবরস্থানে দাফন করা হয়েছে।

সিদ্দিকুরের স্ত্রী সামাউন আঞ্জুম বলেছেন, ‘আমার শ্বশুর কিছুদিন অসুস্থ ছিলেন। তারপর সুস্থ হয়ে ভালোই ছিলেন তিনি। কিন্তু কাল (বুধবার) রাতে খাবার খাওয়ার সময় হঠাৎ কী থেকে কী যেন হয়ে গেল। আমরা তাকে মাদারীপুরের গ্রামের বাড়িতে দাফন করতাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে মানিকদি কবরস্থানে দাফন করতে হয়েছে।’

(ঢাকাটাইমস/২ এপ্রিল/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্টার্কের দ্রুততম ৫ উইকেট, সাত ব্যাটসম্যানের শূন্যসহ ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
‘জ্বলবে আগুন শহরজুড়ে, হামলা-ছিনতাই বন্ধ না হলে’ স্লোগানে শিক্ষার্থীদের মিছিল
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা