বেতন কাটা নিয়ে মেসিরা বিরোধিতা করেনি: বার্তোমেউ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২০, ২২:২৯
অ- অ+

করোনাভাইরাসের কারণে লিওনেল মেসি খেলোয়াড়দের বেতন কাটার পক্ষে ছিলেন বলে জানালেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। করোনাভাইরাসের কারণে থমকে আছে বিশ্ব ক্রীড়াঙ্গন। হচ্ছে না কোন লিগই। তাই আর্থিক সমস্যায় পড়েছে সকলে। এমন অবস্থায় খেলোয়াড়দের বেতন কেটে নেয়ার সিদ্বান্ত নেয় বার্সেলোনা ক্লাব। কিন্তু তাতে না-কি বাগড়া দেন মেসিরা। সম্প্রতি স্পেনের কিছু গনমাধ্যম তেমনই প্রতিবেদন প্রকাশিত করে। তারা এটিও বলে, মেসিরা বেতন কাটার প্রতিবাদ করেন। আর কাটলেও ৫০ শতাংশে রাজি ছিলেন।

কিন্তু এসব আলোচনা-সমালোচনাকে পেছনে ফেলে বাধ্য হয়ে নিজেই গত সোমবার একটি সাক্ষাৎকার দেন মেসি। সেখানে মেসি বলেন, ‘যদিও আমরা এতদিন কিছু বলিনি। কারণ, আমাদের মূল লক্ষ্য ছিল ক্লাবকে সাহায্য করার উপায় খুঁজে বের করা এবং এই পরিস্থিতিতে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে তা দেখা। আমাদের দিক থেকে সময় এসেছে বলার, এই সংকট চলাকালীন পরিস্থিতিতে ৭০ শতাংশ বেতন কেটে নেয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি। আমরা ক্লাবকে আরও সাহায্য করতে চাই। যাতে কর্মচারীদের শতভাগ বেতন দেওয়া যায়।’

মেসির এমন অকপটে স্বীকারের পর মুখ খুললেন বার্সেলোনার সভাপতি বার্তোমেউ। কাতালান একটি দৈনিককে বার্তোমেউও বলেন, ‘মেসি কখনোই বার্সেলোনার বেতন কাটার সিদ্ধান্তে বিরোধিতা করেনি। প্রথম দিন থেকেই মেসি আমাকে বলে আসছিল, এই সংকটে বেতন কমাতেই হবে। এই প্রস্তাব প্রথম এসেছিল অধিনায়কের কাছ থেকেই। এটা এমন কিছু যা, ক্লাবের প্রতি তাদের দায়বদ্ধতা ফুটিয়ে তুলে।’

তারপরও ক্লাবের বাইরে মেসিদের নিয়ে সমালোচনায় ক্ষোভ ঝড়েছে বার্তোমেউ কণ্ঠে, ‘ক্লাবের বাইরে অনেকেই না বুঝে- না জেনে সমালোচনা করেছে। এটি ঠিক নয়। খেলোয়াড়দের মানসিকভাবে আঘাত করেছে তারা। খেলোয়াড়রা কখনও বেতন কাটা নিয়ে প্রতিবাদ বা নেতিবাচক কিছু বলেনি।’

মেসিদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন বার্তোমেউ, ‘আমরা খেলোয়াড়দের এমন উদ্যোগে বেশ খুশী। আশা করবো, তারা যেকোন পরিস্থিতিতে ক্লাবে সাথেই থাকবে।’

(ঢাকাটাইমস/২ এপ্রিল/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা