ডিএমপির ট্রাফিক পুলিশদের ২৫ হাজার মাস্ক দিল বসুন্ধরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১২:৪০ | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২০, ১২:২১

করোনাভাইরাস প্রতিরোধে এবার পুলিশের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) ২৫ হাজার মাস্ক দিয়েছেন প্রতিষ্ঠানটি।

শনিবার সকাল ১১টার দিকে ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. সাইফুল হকের কাছে ২৫ হাজার মাস্ক হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাজভীর।

মাস্ক হস্তান্তরকালে দেশের জাতীয় এ দুর্যোগে এগিয়ে আসার জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ দেন উপ পুলিশ কমিশনার সাইফুল হক।

এর আগে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরকে এক হাজার পিপিই ও ৫০ হাজার মাস্ক দিয়েছে বসুন্ধরা গ্রুপ।

এছাড়া গত ২৯ মার্চ বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর প্রধানমন্ত্রীর করোনা মোকাবেলার তহবিলে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে রাজধানীর দুঃস্থ ও নিম্ন আয়ের অনেক পরিবারকে খাদ্য সহায়তাও দেওয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/ ৪ এপ্রিল/ এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :