দাবাড়ু থেকে ক্রিকেটার হলেন চাহাল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২০, ১৪:২২
অ- অ+

অনূর্ধ্ব-১২ দাবায় জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন। দাবাড়ু হতেই পারতেন। কিন্তু তারপর ক্রিকেটেই মন দেন, যুজবেন্দ্র চাহাল এখন সীমিত ওভারের ফরম্যাটে ভারতের জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার। করোনাভাইরাসের জেরে লকডাউনে থাকা এই ভারতীয় ক্রিকেটার জানালেন তার অজানা তথ্য।

চাহালের মতে, ক্রিকেট মাঠে শান্ত থাকার শিক্ষা তিনি পেয়েছেন দাবা থেকেই। চহাল বলেছেন, ‘টেস্টে এমন হয় যে ভাল বল করেও সারাদিনে উইকেট মিলল না। কিন্তু পরের দিন ফিরে আসার সুযোগ থাকে। তাই ধৈর্য ধরতে হয়। সেই ব্যাপারে দাবা অনেক সাহায্য করেছে। ধৈর্য ধরে কী ভাবে ব্যাটসম্যানকে আউট করতে হয়, সেই শিক্ষা পেয়েছি।’

বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন চাহাল। বিশ্ব দাবা ফেডারেশনের ওয়েবসাইটেও নথিভুক্ত আছেন তিনি। কিন্তু, দাবা ছেড়ে কেন ক্রিকেট বেছে নিলেন চাহাল? তার উত্তর, ‘দাবা ও ক্রিকেটের মধ্যে কোনও একটাকে বেছে নিতে হত। বাবার সঙ্গে কথা বলে জানতে চেয়েছিলাম তার পছন্দ। বাবা বলেছিল, আমার পছন্দই আসল। ক্রিকেটে বেশি আগ্রহ ছিল আমার। আর তাই বেছে নিয়েছিলাম ক্রিকেটকে।’

আইপিএলে র‌য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটার চাহাল। কিন্তু, করোনাভাইরাসের জেরে লকডাউন চলছে সারা ভারতজুড়ে। চাহাল তাই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। তিনি বলেছেন, ‘এমনিতে পরিবারের সঙ্গে সময় কাটানোর তেমন সুযোগ মেলে না। অনেক বছর পর বাড়িতে রয়েছি। তাই পরিবারের সঙ্গে প্রচুর সময় কাটাচ্ছি। এটা নতুন অভিজ্ঞতা। দেরিতে শুতে যাই, সকালে উঠি দেরিতে। পরিবারের সঙ্গে সময় কাটাই সন্ধেবেলা।’

(ঢাকাটাইমস/০৬ এপ্রিল/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক নারী ওয়ার্ড কাউন্সিলর লিপিসহ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
জুলাই গণহত্যা: হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ
ইসি নিবন্ধন: শুরুতেই ছিটকে পড়ার ঝুঁকিতে ৬৫ দল
মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা