কর্মহীনদের ত্রাণ দিচ্ছে আ.লীগের বন ও পরিবেশ উপ-কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২০, ১৫:০২
অ- অ+

করোনাভাইরাসে পরিস্থিতির কারণে কর্মহীন অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিতদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটি। সুবিধাবঞ্চিত ও পরিস্থিতির কারণে যারা সমস্যায় পড়েছেন তাদের বাসায় বাসায় এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, আমাদের উপ-কমিটির পক্ষ থেকে মানুষের বাড়িতে বাড়িতে ত্রাণ পৌঁছে দিচ্ছি। আজকে (মঙ্গলবার) আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, ইস্কাটন, পরিবাগ ও সেগুনবাগিচা এলাকায় ত্রাণ দিচ্ছি তালিকা করে। এক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সেক্রেটারি, বিশ্ববিদ্যালয় এলাকার কমিশনার আসাদুজ্জামানসহ পরিচিতদের দিয়ে তালিকা করেছি। তাদের মাধ্যমে ভ্যানে করে খাবার পাঠিয়ে দিচ্ছি। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায়ও বিতরণ করা হবে।

দেলোয়ার হোসেন আরও বলেন, যে মহল্লায় যারা নেতৃস্থানীয় আছেন, তারা যেন বাসায় বাসায় খাবার পৌঁছে দিতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। এখানে যারাই সমস্যাই আছেন তাদের বাড়ি বাড়িতে খাবার পৌঁছে যাবে।

করোনাভাইরাসের কারণে কষ্টে থাকা মানুষের মুখে হাসি ফুটানোর জন্যই এই চেষ্টা বলে জানান তিনি।

ঢাকাটাইমস/৭এপ্রিল/টিএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু 
ভোটার হতে আবেদন করেছেন ৪৭৭১৩ প্রবাসী: এনআইডি ডিজি
মিটফোর্ড হত্যা: আসামিপক্ষে দাঁড়াবে না জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
ছাত্রদলের লাখো নেতাকর্মীকে শান্ত রেখেছি: রাকিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা