‘গেন্দা ফুল’-এ মেতেছেন কৌশানীও

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ১০:৫৫| আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১১:২৩
অ- অ+

বলিউডের জনপ্রিয় র‌্যাপার বাদশাহর ‘গেন্দা ফুল’ মিউজিক ভিডিওটি নিয়ে নানা বিতর্ক হলেও গানটি কিন্তু নেটদুনিয়ায় দারুণ সাড়া ফেলেছে। গত সপ্তাহে এই গানের সঙ্গে নেচে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন কলকাতার অভিনেত্রী মনামী ঘোষ। মনামীর শরীরী হিল্লোলে সেই নাচ ছিল সুপার হিট।

সুপার ডুপার হিট ছিল দেবলীনা কুমারের নাচও। এবার ‘বড় লোকের বিটি লো’র ছন্দে পা মেলালেন ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা কৌশানী মুখোপাধ্যায়ও। সেটা তিনি সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেছেন। লকডাউনে টলিউড যে এই জনপ্রিয় গানে মেতেছে তা ভালোই টের পাওয়া যাচ্ছে।

তবে শুধু নাচ কিংবা টিকটিক ভিডিও নয়, কৌশানী পছন্দের ডেজার্ট বানিয়ে তার ভিডিও-ও আপলোড করছেন ভক্তদের জন্য। কোনও দিন চকোলেট ম্যুজ তো কোনও দিন চকো লাভা কেক। খুব সহজেই কীভাবে বানাবেন এই লোভনীয় পদ, তার হদিশও দিয়েছেন কৌশানী।

চকোলেট যে নায়িকার বিশেষ পছন্দের তা তো বোঝাই যাচ্ছে। আর তা যে এই গরমে ভীষণ লোভনীয় তাও কৌশানী বলে দিয়েছেন। তবে শুধু জমিয়ে খাওয়া দাওয়া নয়, বাড়িতে রীতিমতো যোগাভ্যাসও করছেন। সেই সঙ্গে করোনা মোকাবিলায় সবাইকে বাড়িতে থাকার অনুরোধও জানিয়েছেন।

ঢাকাটাইমস/১০এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসিনা চ্যাপ্টার ক্লোজড, আ.লীগ উইল নেভার কাম ব্যাক: হাসনাত
সরকারি দপ্তরে গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ
কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত  
হাসপাতালের গার্ডকে চড় মেরে স্বাস্থ্য মন্ত্রণালয় হারান মুরাদ হাসান! কোথায় এখন!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা