সৌদি সরকারকে রাষ্ট্রদূত গোলাম মসীহের কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২১:২৬ | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২০, ২০:৫৬
ফাইল ছবি

বৈশ্বিক করোনাভাইরাস সংক্রমণের মধ্যে সৌদিতে অবস্থানকারী বাংলাদেশিকর্মীদের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করায় সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটিতে ঢাকার রাষ্ট্রদূত গোলাম মসীহ।

বৃহস্পতিবার রাষ্ট্রদূত এক বার্তায় সৌদি সরকারের প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বার্তায় রাষ্ট্রদূত বলেন, ‘প্রথমেই ধন্যবাদ জানাই সৌদি আরবের দুই পবিত্র মসজিদের হেফাজতকারী মহামহিম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। সৌদি সরকারের নেয়া বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপের কারণে সৌদি আরবে বসবাসরত অভিবাসী বাংলাদেশিরা ভাইরাসের সংক্রমন থেকে নিরাপদে রয়েছে।’

গোলাম মসীহ বলেন, ‘করোনা ভাইরাস আক্রান্ত বৈধ অবৈধ সকল অভিবাসীদের জন্য বিনামূল্লে চিকিৎসা নিশ্চিত করার জন্য মহামিহম বাদশাহকে জানাই অশেষ ধন্যবাদ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবে বসবাসরত অভিবাসী বাংলাদেশিরা অনেকেই ঝুঁকির মধ্যে রয়েছেন। সৌদি আরবের সরকারের নেয়া বিভিন্ন কার্যক্রমের কারণে এই ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রনের মধ্যে রয়েছে।’

সৌদি আরবে করোনাভাইরাসের ব্যাপক বিস্তার হয়েছে এবং এখন পর্যন্ত সেখানে ১৫ জন বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আর দেশটিতে এখন পর্যন্ত শতাধিক বাংলাদেশি আক্রান্ত হওয়ার তথ্য জানা গেছে।

বার্তায় রাষ্ট্রদূত বলেন, ‘অনেক প্রবাসী বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। তাদের সহায়তা করার জন্য সৌদি আরবে কর্মরত বাংলাদেশি ডাক্তারদের নিয়ে একটি প্যানেল গঠন করা হয়েছে যারা টেলিফোনে নির্ধারিত সময়ে আপনাদের পরামর্শ প্রদান করবেন।’

‘যে সকল প্রবাসী জ্বর, শুকনো কাশি, দুর্বলতা ও শ্বাসকষ্টে ভুগছেন বা এই ধরনের উপসর্গ রয়েছে তারা দেরি না অতিসত্তর ডাক্তারদের তালিকা দেখে ও সময় মিলিয়ে টেলিফোনে পরামর্শ গ্রহণ করুন।’

বার্তায় রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, মনে রাখবেন, আপনার সঠিক সময়ে পরামর্শ গ্রহণ যেমন একদিকে নিশ্চিত করবে আপনার সুচিকিৎসা তেমনি আরেক প্রবাসী ভাইকে মুক্ত রাখবে ভাইরাসের সংক্রমণ থেকে।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এনআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাত

উপজেলা নির্বাচন: প্রথম ধাপের চেয়েও দ্বিতীয় ধাপে ভোট সুষ্ঠু হবে

‘স্বাস্থ্যসেবায় দরিদ্র জনসংখ্যার চাহিদা পূরণে সরকারের বরাদ্দ অপর্যাপ্ত’

মঙ্গলবার ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেল থেকে ভ্যাট আদায়ের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সরকারের কাছে অনুরোধ

উপজেলা নির্বাচন: মাঠে নেমেছে ৪৫৭ প্লাটুন বিজিবি

কিরগিজস্তানে বাংলাদেশি ছাত্র খুব জখম হয়েছে এমন খবর নেই: পররাষ্ট্রমন্ত্রী

শিল্প খাত পরিবেশবান্ধব করতে হবে: প্রধানমন্ত্রী

মেট্রোরেলে ভ্যাট আরোপ রং ডিসিশন: ওবায়দুল কাদের

উপজেলা নির্বাচন: রাত ১২টা থেকে ১৫৭ উপজেলায় যান চলাচলে নিষেধাজ্ঞা

এই বিভাগের সব খবর

শিরোনাম :