বিরাটের বুকে আনুশকা

লকডাউনের জেরে খেলাধুলা এবং শুটিং দুটোই বন্ধ। যার ফলে বাড়িতেই কাটছে তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মার অখণ্ড অবসর। এমনতি সুযোগ পান না, তাই এই সময়েই একে অপরের সঙ্গে কাটাচ্ছেন কোয়ালিটি টাইম।
অন্য সময়ে আনুশকা ব্যস্ত থাকেন তার অভিনয় আর প্রযোজনা সংস্থা নিয়ে, বিরাট কোহলি ব্যস্ত থাকেন ক্রিকেট নিয়ে। তাই বর্তমানে কাটানো নানা মুহূর্তের ছবি ও ভিডিও মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্যে পোস্ট করছেনদুই তারকা।
সোমবার তেমনই একটি ছবি পোস্ট করলেন বিরাট কোহলি। এক ভক্তের আঁকা ছবিতে দেখা যাচ্ছে বিরাটের বুকের উপরে আঁকা আনুশকার ছবি। ইনস্টাগ্রাম স্টোরিজে এই ছবিটি শেয়ার করে বিরাট লিখেছে ‘wonderfully accurate art’। সঙ্গে রয়েছে কিস-আই ইমোজি।
সম্প্রতি লকডাউনে নারীদের উপর বেড়ে ওঠা গার্হস্থ্য হিংসা নিয়ে একটি ভিডিওতেও নিজেদের বক্তব্য রেখেছেন বিরাট কোহলি ও আনুশকা। তারা এ বিরুদ্ধে লকডাউনও দাবি করেছেন। এই দুই তারকার সঙ্গে গার্হস্ত হিংসা নিয়ে ভিডিওতে কথা বলেছেন বলিউডের আরও কয়েকজন তারকা।
ঢাকাটাইমস/২০এপ্রিল/এএইচ

মন্তব্য করুন