জামালপুরে করোনাযুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন চারজন

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২০, ০০:০২

জামালপুরে এই প্রথম করোনায় আক্রান্ত চারজন রোগী সুস্থ হয়ে নিজ বাড়িতে ফিরে গেলেন। তাদের মধ্যে জাহানারা, আশরাফ, সোহেল ও আমিনুল।

এই চারজনকে ২২ এপ্রিল দ্বিতীয় দফা নমুনা পরীক্ষার পর তার ফলাফল নেগেটিভ পাওয়ার পর জেলা স্বাস্থ্য বিভাগ তাদের ছাড়পত্র দেওয়ার পর তারা নিজ নিজ বাড়ি ফিরে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের সহকারী সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান।

অপরদিকে জামালপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৩২ জন। তার মধ্যে নমুনা পরীক্ষার আগেই দুই নারী মারা যায়। এছাড়া ঢাকা থেকে আগত দেওয়ানগঞ্জের দুলাল মিয়া ময়মনসিংহ এস কে করোনা হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ২০ এপ্রিল রাতে মারা যান। এদিকে চারজন সুস্থ হয়ে বাড়ি ফেরায় বর্তমানে ২৩ জন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :