ডিশ ব্যবসার জমানো টাকায় অসহায় মানুষের পাশে নারী

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২০, ১৯:৫৮

করোনাভাইরাসের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন নড়াইলের ডিশলাইন (স্যাটেলাইট) ব্যবসায়ী শিরিনা বেগম। বিগত ১৫ দিন যাবত নড়াইল পৌর এলাকার অসহায় মানুষদের হাতে চাল, ডাল, আলু, তেলসহ অন্যান্য জিনিসপত্র তুলে দিচ্ছেন তিনি। ইতোমধ্যে প্রায় সাড়ে ৩০০ মানুষকে খাদ্যসহায়তা দিয়েছেন। শিরিনা বেগমের লক্ষ্য ৫০০ মানুষকে খাদ্যসহায়তা দেয়া।

জীবনযোদ্ধা শিরিনা বেগম নিজে স্বল্প আয়ের মানুষ হলেও করোনাভাইরাসের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভুলেননি তিনি। ডিশ ব্যবসার জমানো ১ লাখ ৪০ হাজার টাকা ব্যাংক থেকে তুলে হতদরিদ্রদের হাতে তুলে দিচ্ছেন খাদ্যসামগ্রী। ভ্যানযোগে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন অসহায় মানুষের কাছে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা হতদরিদ্রদের পাশে দাঁড়াবেন- এমন প্রত্যাশা শিরিনা বেগমের।

তিনি বলেন, এ কাজে আমার মেয়ে শারমিন সুলতানা নিপা ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণা যোগাচ্ছে।

এদিকে করোনাভাইরাসের এই দুর্যোগে শিরিনা বেগমের খাদ্যসামগ্রী পেয়ে খুশি অসহায় মানুষ।

শহরের ভওয়াখালী এলাকার আমেনা ও বিলকিস বেগম এবং দক্ষিণ নড়াইলের মামুন জানান, ডিশ ব্যবসায়ী শিরিনা বেগমের এ উদ্যোগ অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি সল্প আয়ের ব্যক্তি হলেও করোনাকালে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন। এছাড়া তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন পেশার মানুষ।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :