করোনাযুদ্ধে এগিয়ে এলো ম্যাকলারেন রেসিং

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২০, ১৩:১৯
অ- অ+

এবার করোনা মোকাবেলায় এগিয়ে আসলো ম্যাকলারেন রেসিং লিমিটেড। ফর্মূলা ওয়ান ব্রিটিশ এই রেসিং দলটি সম্পূর্ণ নিজেদের উদ্যোগে ভেন্টিলেটর তৈরি করা শুরু করেছে। যা ব্যবহার করা হবে করোনা আক্রান্তদের চিকিৎসা সেবায়। গাড়ী বানানো থেকে সরে এসে এমন একটি উদ্যোগ নিতে পেরে খুশি দলটির প্রকল্প পরিচালক। এই দু:সময়ে আক্রান্তদের পাশে থাকতে পেরে সন্তুষ্ট তারা।

ম্যাকলারেন রেসিং লিমিটেড। যারা ফর্মূলা ওয়ান রেস প্রেমী তারা নিশ্চয়ই পরিচিত থাকবেন এই নামটির সঙ্গে। বিখ্যাত মার্সিডিস এএমজি প্রেট্রোনাস ফর্মূলা ওয়ানের চিরপ্রতিদ্বন্দ্বী এই প্রতিষ্ঠানটি রেসিং থেকে বেড়িয়ে এবার নিয়েছে ভিন্ন এক উদ্যোগ। ফর্মূলা ওয়ান কার তৈরি বাদ দিয়ে এখন তারা ব্যস্ত সময় কাটাচ্ছে ভেন্টিলেটর তৈরিতে।

ম্যাকলারেন রেসিং লিমিটেডের ড্যান প্যারি উইলিয়ামস বলেন, ‘ফর্মূলা ওয়ানের ধারাবাহিক কাজ ছেড়ে আমরা ভেন্টিলেটর বানাচ্ছি। এটা খুবই আনন্দের একটা বিষয় আমাদের জন্য। এখন সময়টাই এমন যে প্রত্যেককে সতর্ক থাকতে হচ্ছে। ঘরে থাকতে হচ্ছে। অনেক সময় কাজ করার জন্য পর্যাপ্ত লোকবল পাওয়াও কঠিন হয়ে যায়। এমন একটা পরিস্থিতিতে সব কিছু মেনেই আমরা ভেন্টিলেটর তৈরি করা শুরু করেছি। আর, এ কাজে এখন পর্যন্ত লোকবলের সংকট হয়নি।’

কোভিড -১৯ এর কারণে বিশ্বব্যাপী দিন দিন বেড়েই চলেছে মৃতের সংখ্যা। যারা আক্রান্ত তাদের চিকিৎসা সেবায় প্রয়োজন ভেন্টিলেটর। তাই পর্যাপ্ত ভেন্টিলেটর তৈরির পাশাপাশি রফতানির উদ্দেশ্যেও মজুত করা হচ্ছে এসব ভেন্টিলেটর। বিশ্বব্যাপী মহামারী মোকাবেলায় যা কিছুটা হলেও অবদান রাখবে মনে করেন প্রতিষ্ঠানটির প্রধান থেকে শুরু করে কর্মকর্তারা।

ম্যাকলারেন রেসিং ফর্মূলা ওয়ান প্রধান জোনাথান ব্রুকস বলেন, ‘আমরা শুধু যুক্তরাজ্যই না, এর বাইরেও ভেন্টিলেটর সরবরাহের ব্যবস্থা করেছি। আর সে অনুসারে ভেন্টিলেটর তৈরি করছে আমাদের কোম্পানি। এজন্য আমাদের যথেষ্ট মজুত আছে।’

ম্যাকলারেন কর্মী বলেন, ‘আমরা সবসময় ফর্মূলা ওয়ানের রেসিং কার বানিয়ে থাকি। যেটা বানিয়ে আমরা অভ্যস্ত। কিন্তু এখন আমাদের ভেন্টিলেটর বানাতে হচ্ছে। যা সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। বিশ্বের এমন পরিস্থিতিতে যদি কাজে আসতে পারি এটাই কম কিসে।’

ভেন্টিলেটর তৈরিতে ম্যাকলারেন রেসিং লিমিটেডের সঙ্গে যুক্ত আছে ম্যাকলারেন গ্রুপ, অটোমোটিভ ও ম্যাকলারেন অ্যাপলাইড।

(ঢাকাটাইমস/২৫ এপ্রিল/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না, সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না
আমরা ভাবছি তিন দায়িত্ব পালন করতে না পারলে ফিরে যাব: উপদেষ্টা রিজওয়ানা
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু 
যাত্রাবাড়ীতে ৫৬ কেজি গাঁজাসহ ২ জন, আগারগাঁওয়ে ইয়াবাসহ একজন গ্রেপ্তার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা