রমজান সার্থক করতে ১০টি কর্মপরিকল্পনা

মো. জাহাঙ্গীর
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২০, ১৬:৪৬| আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১৬:৫৬
অ- অ+

আরবি ১২ মাসের মধ্যে 'রমজান' হলো অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। মহানবী সা. শা'বান মাস থেকেই রমজানের জন্য প্রস্তুতি নিতেন এবং এ দোয়া বেশি বেশি পড়তেন 'আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান ওয়া বাল্লিগনা রমাজান' ‘হে আল্লাহ! আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দান করেন এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দেন।’ সুতরাং প্রত্যেক মুমিনের জন্যই রমজান অত্যন্ত গুরুত্যপূর্ণ একটি মাস। নিশ্চয়ই, এ মাসের প্রতিটি মিনিট কীভাবে কাজে লাগানো যায়, সে দিকে লক্ষ রাখাই একজন বুদ্ধিমান মুমিনের কাজ। সেজন্য রোজার শুরু থেকেই আমরা একটি কর্মপরিকল্পনা করতে পারি। যা আমাদেরকে মাহে রমজানের সময়কে যথাযথ উপায়ে ব্যয় করতে সাহার্য করবে। মুমিনদের সুবিধার্থে ১০টি কর্মপরিকল্পনা পেশ করা হলো।

এক. সর্বপ্রথম আমরা আমাদের নিয়তকে সহিহ করে নিই। রমজানের প্রতেকটি আমল একমাত্র আল্লাহর রাজি-খুশির জন্য করব। রাসুলুলল্লাহ সা. ইরশাদ করেন, 'সমস্ত নেক আমল নিয়তের ওপর নির্ভরশীল' (বুখারি)। রোজা, ইফতার, সেহেরি, দান-সদকা, জাকাতসহ যেকোনো আমল করব, আল্লাহর সন্তুষ্টির জন্য করব। মহানবী সা. ইরশাদ করেছেন, 'তোমার ঈমান খাঁটি কর; অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট' (বায়হাকি)

দুই: আমরা তওবা ও ইসতেগফারের মাধ্যমে আল্লাহপাকের কাছে আমাদের পূর্বের অপরাধের জন্য ক্ষমা চাইব। তাওবায়ে নাসুহা অর্থাৎ একনিষ্ঠ তাওবার মাধ্যমে আমরা রমজানকে স্বাগত জানাবো। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, 'হে ঈমানদারেরা! তোমরা তাওবায়ে নাসুহা কর' (সুরা-আততাহরিম)। অন্য আয়াতে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন।

তিন: আমি যদি কারো হক নষ্ট করে থাকি; তাহলে হককে আদায় করে দেব। কেননা আল্লাহ পাক বিচারের দিবসে হক্কুল ইবাদ বা বান্দার হককে ক্ষমা করবেন না। বিশেষ করে হালাল খাব এবং হারাম থেকে বিরত থাকব। যেকোনো ধরনের কটু কথা বা গাল-মন্দ থেকে জিহ্বাকে হেফাজত করব।

চার: বেশি বেশি কুরআন তেলাওয়াত করব। যারা কুরআন তেলাওয়াত পারি না তারা পরিকল্পনা নিই যে, রমজানের ভেতরে কুরআন তেলাওয়াত শিখে ফেলব। যারা তেলাওয়াত পারি তারা নিয়ত করি কুরআন অর্থসহ শিখব। আল্লাহ তায়ালা কুরআনকে এই রমজান মাসেই নাজিল করেছেন। এটি এমন এক কিতাব যা হাশরের ময়দানে এর তেলাওয়াতকারী ও এর ওপর আমলকারীর জন্য শাফায়াত করবে এবং আল্লাহপাক এর শাফায়াতকে কবুল করবেন। রাসুলুল্লাহ সা. ইরশাদ করেছেন, 'তোমরা কুরআন তেলাওয়াত কর; কেননা কুরআন কেয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য শাফায়াত করবে।’ (মুসলিম)।

পাঁচ: সারাদিনের ভেতর একটি সময় আমরা নির্দিষ্ট করে নেব, যেন পরিবারের সবাইকে নিয়ে নামাজ, রোজা ইত্যাদি সম্পর্কিত দীনি মাসায়েল শিখতে পারি।

ছয়: বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করি। আল্লাহ তায়ালা রমজান মাসে একটি নফলের বিনিময়ে একটি ফরজের সমতুল্য সাওয়াব দান করেন। এবং একটি ফরজের বিনিময়ে ৭০টি ফরজের সাওয়াব দান করেন। বিশেষ করে সেহেরির কিছুক্ষণ আগে উঠে তাহাজ্জুত নামাজ পড়ার চেষ্টা করব। ফরজ নামাজের পর অধিক মর্যাদাপূর্ণ নামাজ হলো তাহাজ্জুতের নামাজ।

সাত: জামাতে নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করব। যদি বর্তমান পরিস্থিতিতে মসজিদে জামাতে অংশগ্রহণ সম্ভব না হয় তাহলে নিজ নিজ ঘরে পরিবারের সদস্যদের নিয়ে জামাত করব।

আট: সময় হওয়ার সাথে সাথে ইফতার করে নেব, আর সময় থাকতেই সেহেরি খাওয়া শেষ করে নেব। যথাসম্ভব সেহেরি খেয়ে রোজা রাখব, কারণ সেহেরি খাওয়া সুন্নাত।

নয়: ফজর নামাজ পড়ে ঘুমাব। অনেক সময় সেহেরি খেয়ে শুয়ে পড়ার কারণে ফজরের নামাজ মিস হয়ে যায়।

দশ: সামর্থ্যানুসারে বেশি বেশি দান করার চেষ্টা করব। ধনী ব্যক্তিরা রোজার শুরুতেই জাকাত হিসাব করে দান করতে পারেন। এতে করে জাকাত আদায়ের সওয়াবও পাব এবং রমজানের ফজিলতও পাব।

এছাড়া আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দিয়ে করোনা নামক মহামারি থেকে মুক্তি দেন এবং আল্লাহ যেন আমাদের প্রতি সন্তুষ্ট হন। আল্লাহ আমাদের সবাইকে মাহে রমজানের মর্যাদা বুঝে যথাযথভাবে আমল করে তাকওয়া অর্জন করার তাওফিক দান করেন! আমিন।

লেখক: গবেষক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা