ঘর পাচ্ছেন সেই রিকশাচালক

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২০, ২০:৫৯

‘রিকশাচালকের মহানুভবতা, ঘর বানানোর ২৬ হাজার টাকায় অসহায়দের খাদ্যসামগ্রী দিলেন’ শিরোনামে রবিবার সকালে ঢাকাটাইমসসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর রিকশাচালক সোহরাব উদ্দীনকে ঘর করে দেয়ার উদ্যোগ নিয়েছে কাপাসিয়া উপজেলা প্রশাসন। রবিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমত আরা।

ইউএনও বলেন, বিভিন্ন পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশের মাধ্যমে কাপাসিয়ার টোক ইউনিয়নের সুলতানপুর গ্রামের রিকশাচালকের জামানো টাকায় অসহায়দের ঘরে খাবার পৌঁছে দেয়ার বিষয়টি জানতে পেরেছি। তিনি ঘর করার জন্য জমানো ২৬ হাজার টাকার খাদ্যসামগ্রী ১২০টি পরিবারে দিয়েছেন।

ইসমত আরা বলেন, লোকটির মহানুভবতা দেখে ওনার বাড়িতে ঘর করে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খান বলেন, রিকশাচালক সোহরাব উদ্দীনের জায়গা থাকলে আমরা ঘর করে দেবো। সোমবার সকালে ওনাকে উপজেলা পরিষদে আসতে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :