কুষ্টিয়ায় চিকিৎসকসহ চারজনের করোনা শনাক্ত

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২০, ২২:০৫

কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের পিসিআর ল্যাব স্থাপনের পর প্রথমবারের মত রবিবার চারজনের করোনা পজিটিভ হয়েছে। এর মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন।

সিভিল সার্জন এইচএম আনোয়ারুল ইসলাম জানান, আজ মোট ৬০টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ মোট চারজনের শরীর থেকে করোনা পজিটিভ আসে।

এর আগে এক চিকিৎসকসহ চারজন করোনায় সংক্রমিত হয়। এ নিয়ে কুষ্টিয়ায় করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়ালো আট জনে। এর মধ্যে গত এক সপ্তাহে ঢাকা থেকে করোনা পজিটিভ নিয়ে তিনজন কুষ্টিয়ায় আসেন। তাদের দুজনকে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। একজনকে শনিবার রাজধানীতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :