গজারিয়ায় ঘরের ভেতর বোমা বিস্ফোরণ, তিন শিশু আহত

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২০, ২৩:০৫

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘরের ভেতর বোমা বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে। এ সময় টিনের ঘরের চালা ক্ষতিগ্রস্থ হয়েছে। উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া বড়কান্দি গ্রামের চা দোকানদার মহসিন মিয়ার ঘরে এ বিস্ফোরণ ঘটে। আহতরা হলো, রাব্বি মিয়া (১১), সাকিব হোসেন (১২) ও হাসান মিয়া (১২)।

স্থানীয় একজন জনপ্রতিনিধি জানান, ১২ থেকে তের বছরের তিন শিশু ঘরে বসে বোমা তৈরি করার সময় বিস্ফোরণ ঘটে ।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে মহসিন মিয়ার বসত ঘরের ভেতর বিস্ফোরণের সময় মহসিন মিয়ার ছেলে রাব্বি, নজরুল মিয়ার ছেলে সাকিব ও তাদের বাড়ির ভাড়াটিয়ার ছেলে হাসান ঘরে ছিল । আশপাশের লোকজন আহত তিন শিশুকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার আরশাদ কবীর প্রাথমিক চিকিৎসার পর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

ডা. খন্দকার আরশাদ জানান, তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে বোমা বিস্ফোরণেই তারা আহত।

রাত সোয়া ৯টায় গজারিয়া থানার ডিউটি অফিসার পিএসআই আবু জাহিদ তুহিন জানান, পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির কয়েকজনকে পুলিশ আটক করেছে।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :