গোপালগঞ্জে দরিদ্র কৃষকের ধান কেটে দিল কৃষকলীগ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  প্রকাশিত : ০১ মে ২০২০, ১৬:১৫
অ- অ+

গোপালগঞ্জের সদর উপজেলার রঘুনাথপুর চরপাড়া এলাকায় এক কৃষকের ক্ষেতের ধান কেটে দিলেন গোপালগঞ্জ জেলা কৃষকলীগ।

শুক্রবার সকালে জেলা কৃষকলীগের সভাপতি শেখ লুৎফর রহমান গঞ্জরের নেতৃত্বে একটি টিম বিলে গিয়ে বিনা পারিশ্রমিকে শেখ হেমায়েত নামে এক দরিদ্র কৃষকের ক্ষেতের ধান কেটে দেন।

এ সময় কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি শরীফ আশরাফ আলীসহ কৃষকলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষক শেখ হেমায়েত বলেন, কয়েকদিন আগেই আমার ক্ষেতের পাকা ধান কাটার উপযুক্ত হয়েছে। করোনাভাইরাসের কারণে শ্রমিক পাচ্ছিলাম না। বিষয়টি জানার পর জেলা কৃষকলীগের নেতারা আমার ক্ষেতের ধান কেটে দিয়েছেন।

জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কৃষকলীগের পক্ষ থেকে এলাকার দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছি। এ জন্য আমরা জেলার প্রত্যেকটি ইউনিয়নে কমিটি গঠন করেছি। যারা শ্রমিকের অভাবে ধান কাটতে পারবে না তাদের ধান বিনা পারিশ্রমিকে এই কমিটির লোকজন কেটে দেবে।

(ঢাকাটাইমস/১মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাদওয়ান ববির বিরুদ্ধে দুদেকর মামলা
নগরকান্দায় বাসচাপায় নারীর মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ
গত জুনের চেয়ে চলতি জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ কম
হাসিনাকে কেন পুশইন করছেন না, ভারতকে রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা