সাংবাদিক খোকনের স্ত্রী-ছেলেও করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ মে ২০২০, ১২:৫৫
অ- অ+
করোনায় মারা যাওয়া সাংবাদিক হুমায়ুন কবীর খোকন (ফাইল ছবি)

প্রাণসংহারি ভাইরাস করোনায় মারা যাওয়া সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের স্ত্রী ও ছেলের শরীরেও করোনার সংক্রমণ ধরা পড়েছে। হুমায়ুন কবিরের মৃত্যুর পর তারা হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

খোকনের স্ত্রী বিষয়টি গণমাধ্যকর্মীদের নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল শুক্রবার রাতে রিজেন্ট হাসপাতাল থেকে জানানো হয়, নমুনা পরীক্ষায় তাদের দুইজনের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এতদিন বাসায় থাকলেও এখন হাসপাতালে যেতে হচ্ছে তাদের।

তিনি আরও জানান, খোকনের মৃত্যুর দিনই তাঁদের নমুনা সংগ্রহ করা হয় এবং গতরাতে হাসপাতাল থেকে রিপোর্টে পজিটিভ আসার বিষয়টি জানানো হয়।

গত ২৮ এপ্রিল রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাংবাদিক খোকন। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুর পর তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে।

ঢাকাটাইমস/০২মে/এএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘৩৬ জুলাই’ মানিক মিয়া অ্যাভিনিউয়ে মঞ্চ মাতাবেন যারা
ঢাকাসহ তিন বিভাগে বেশি বৃষ্টির পূর্বাভাস
আজ নতুন বাংলাদেশ পাওয়ার দিন
মোবাইল গেমিংয়ের নতুন যুগের সূচনায় এয়ারটেল-পাবজি অংশীদারত্ব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা