আবারও চালু হলো যমুনা সার কারখানা

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মে ২০২০, ২০:১৪

যান্ত্রিক ত্রুটির কারণে এক মাস উৎপাদন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে যমুনা সার কারখানা (জেএফসিএল)। রবিবার রাত ১০টা থেকে সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দেশের একমাত্র দানাদার ইউরিয়া উৎপাদনকারী এ কারখানাটির উৎপাদন কাজ শুরু হয়।

উপমহাদেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী এ কারখানার ব্যবস্থাপনা পরিচালক খান জাভেদ আনোয়ার জানান, গত ৪ এপ্রিল সকালে কারখানার এমোনিয়া প্ল্যান্টে ত্রুটি দেখা দেওয়ার পর উৎপাদন বন্ধ রাখা হয়। নিজস্ব প্রকৌশলদের তত্ত্বাবধানে যান্ত্রিক ত্রুটি মেরামত করে আবারও কারখানায় উৎপাদন শুরু করা হয়েছে।

কেপিআই-১ মানসম্পন্ন বিসিআইসির এ প্রতিষ্ঠানটি দৈনিক ১৭০০ মেট্রিক টন সার উৎপাদনে সক্ষম। শুরু থেকেই এটি বৃহত্তর ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের ১৬টি জেলায় সারের চাহিদা পূরণ করে আসছে।

প্রসঙ্গত, এর আগেও ২০১৮ সালের ২৭ নভেম্বর এ কারখানার অ্যামোনিয়া প্লান্টের স্টার্টআপ হিটার পাইপে ফাটলের ফলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কারখানার ব্যাপক ক্ষতি হওয়ায় গত বছরের ১১ ডিসেম্বর পর্যন্ত কারখানাটি বন্ধ ছিল।

ঢাকাটাইমস/৪মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :