করোনায় বাতিল জিম্বাবুয়ের ক্রিকেট মৌসুম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২০, ১৩:৫১
অ- অ+

করোনাভাইরাসের কারণে অসমাপ্ত রেখেই জিম্বাবুয়ে তাদের ঘরোয়া ক্রিকেট মৌসুম বাতিল করেছে। জিম্বাবুয়ে ক্রিকেটের এই পরিণতি শঙ্কিত করতে পারে অন্য বোর্ডের খেলোয়াড়-কর্মকর্তাদের।

করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব থমকে আছে, থেমে আছে ক্রিকেটও। যেসব বোর্ড মৌসুম শেষ করতে পারেনি, তারা আছে মাঠে ক্রিকেট ফেরানোর ধান্ধায়। কেউ কেউ অসমাপ্ত টুর্নামেন্টেই বিজয়ীর খোঁজ করছে। তবে জিম্বাবুয়ে ক্রিকেট দুইটির কোনো পথই মাড়াল না। দেশটির বোর্ড জিম্বাবুয়ের ঘরোয়া মৌসুমকেই বাতিল করেছে।

৩০ মার্চ থেকে জিম্বাবুয়েতে চলছে লকডাউন, ক্রিকেট বন্ধ হয়েছে ১৮ মার্চ। এর আগে প্রথম শ্রেণির লিগ তো চলছিলই, লগান কাপ ও লিস্ট ‘এ’ কন্টেস্টও ছিল মাঠে। এরই মাঝে করোনার হানা- উপয়ান্তর না দেখে বোর্ড কর্তারা সিদ্ধান্ত নিলেন, মৌসুমই বাতিল। অর্থাৎ, এবারের মৌসুম আর সমাপ্ত করা সম্ভব হচ্ছে না।

অসমাপ্ত আসরে জিম্বাবুয়ে কোনো বিজয়ী নির্ধারণ করেনি। কারণ, টুর্নামেন্টগুলোতে দলগুলো সমান সংখ্যক ম্যাচ খেলেনি। এমন পরিস্থিতিতে পয়েন্ট টেবিলের শীর্ষ দলকে বিজয়ী ঘোষণা বিতর্কিত হতে পারত। বোর্ড তাই সেই পাথে হাঁটেনি।

জিম্বাবুয়ের প্রখ্যাত ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজা এখন খেলা ছেড়ে বোর্ড পরিচালকের গুরুদায়িত্বে। মৌসুমের বাকি অংশ বাতিলের বিষয়ে তিনি বলেন, ‘আমরা মৌসুম শেষ করার অপেক্ষায় ছিলাম। কিন্তু জিম্বাবুয়ে এবং পুরো বিশ্বে এখন যে পরিস্থিতি, তাতে শীঘ্রেই ক্রিকেট শুরু করার আশা করা বাস্তবসম্মত নয়।’

মাসাকাদজা আরো জানান, ‘জিম্বাবুয়ে ক্রিকেট ২০১৯-২০ মৌসুম বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। দলগুলো সমান সংখ্যক ম্যাচ খেলেনি বলে আমরা কাউকে ট্রফি তুলে দিব না।’

(ঢাকাটাইমস/০৬ মে/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বোট ওয়ার্কশপ কোস্ট গার্ডের আধুনিকায়নে সরকারের সদিচ্ছার প্রতিফলন: স্বরাষ্ট্র উপদেষ্টা
অপরাধ পর্যালোচনা ও ঈদুল আজহায় আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকা রেঞ্জ পুলিশের মতবিনিময় সভা
মধুখালীর কোমরপুর গ্রামের দুইপক্ষের দীর্ঘদিনের বিরোধ মীমাংসা করলেন নাসিরুল ইসলাম
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: তিনজন ৬ দিনের রিমান্ডে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা