কুড়িগ্রামে দলিত পরিবারে ২৪তম বিসিএস ফোরামের ত্রাণ

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মে ২০২০, ১৯:২৪

করোনা দুর্যোগে খাদ্য সহায়তা কর্মসূচির মাধ্যমে ২৪তম বিসিএস ক্যাডার ফোরাম কুড়িগ্রামে পাঁচ শতাধিক দলিত পরিবারে ত্রাণ সহায়তা প্রদান করেছে। বুধবার দুপুর ১২টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে ত্রাণ বিতরণে সহায়তা করে কুড়িগ্রাম পুলিশ বিভাগ।

এসময় কুড়িগ্রাম সদরে ৩ শতাধিক এবং উলিপুর, নাগেশ্বরী ও কচাকাটা থানায় ২ শতাধিক পরিবারসহ মোট ৫ শতাধিক হরিজন, রবিদাস, নরসুন্দরসহ দলিত পরিবারে এসব ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ২৪তম বিসিএস ক্যাডার ফোরামের সদস্য ও কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, পুলিশ সুপার পদমর্যাদাপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম টেলিভিশন রিপোর্টার্স ফোরামের আহবায়ক হুমায়ুন কবির সূর্য, সাংবাদিক একরামুল হক সম্রাট প্রমুখ।

এসময় পরিবারগুলোকে চাল, ডাল, আটা, তেল ও সাবানসহ প্যাকেজ হস্তান্তর করা হয়।

(ঢাকাটাইমস/৬মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :