যশোরে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কাটল স্বেচ্ছাসেবক দল

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২০, ২২:১০| আপডেট : ০৭ মে ২০২০, ২২:১৫
অ- অ+

যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামে দরিদ্র কৃষক শাহাজান মিয়ার এক বিঘা জমির ধান স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাটে দিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা।

বর্তমান করোনা সংকটের সময় ধান কাটা নিয়ে দরিদ্র কৃষক যখন চিন্তিত তখন যশোর জেলা স্বেচ্ছাসেবক দল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দেন যশোর সদরে কৃষকের ধান কাটতে স্বেচ্ছাশ্রম দিতে চাই স্বেচ্ছাসেবক দলের নেতারা। ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকালে নরেন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে দরিদ্র কৃষক শাহাজান মিয়ার এক বিঘা জমির ধান কেটে সহযোগিতা করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা।

ধান কাটা শেষে কৃষক শাহাজান মিয়া স্বেচ্ছাসেবক দলের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সকাল ১১ থেকে বেলা আড়াইটা পর্যন্ত ধান কাটা কর্মসূচিতে অংশ নেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, সহসভাপতি মাহামুদ হাসান চুন্নু, প্রচার সম্পাদক ইমরান হাসান বনি, সাহিত্য সম্পাদক জিএম সামাদ, প্রশিক্ষণ সম্পাদক খন্দকার রাসেল, সদস্য শফিয়ার রহমান, হাবিবুল্লা, আল-আমিন প্রমুখ।

(ঢাকাটাইমস/৭মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
র‍্যাব পরিচয়ে হুমকি, পরিচালকের গাড়ি নিয়ে গিয়েছিলেন চালক ও দেহরক্ষী!
জুলাই গণঅভ্যুত্থানের ৮ শহীদের গেজেট বাতিল
রাজবাড়ীতে ঝোপের মধ্যে পরিত্যক্ত অস্ত্র ও ককটেল উদ্ধার
একটা দলকে খুশি করতে ঘোষণাপত্র হবে জুলাই চেতনার পরিপন্থি : গণঅধিকার পরিষদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা