মাইক্রোবাস চালকের সিটের নিচে বিপুল ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২০, ১৩:০৮
অ- অ+

নারায়গঞ্জের রূপগঞ্জ থানার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে বিপুল ইয়াবা জব্দ করেছে র‌্যাব-১। গ্রেপ্তার করা হয়েছে দুই মাদক কারবারিকে।

গতকাল রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কামরুল হাসান ও মো. জামাল হোসেন।

গ্রেপ্তার কামরুলের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বৈদ্যারকান্দি। আর জামাল হোসেন ঢাকার সবুজবাগ থানার দক্ষিণ বাসাবোর ২১২ নম্বর বাড়িতে থাকেন।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৩ হাজার ২৩০ পিস ইয়াবা, নগদ ৯ হাজার টাকা, একটি মাইক্রোবাস, চারটি মোবাইল ও চারটি সিমকার্ড জব্দ করা হয়।

সোমবার দুপুরে র‌্যাবের কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) মেজর আব্দুল্লাহ আল মেহেদীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাত ১০টার দিকে কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কামরুল হাসান ও জামাল হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাব-১।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের কলাতলী এলাকা থেকে বিপুল মাদকদ্রব্য নিয়ে রূপগঞ্জের ভূলতা-গাউছিয়া হয়ে ঢাকায় যাচ্ছিল একটি মাইক্রোবাস। খবর পেয়ে র‌্যাবের একটি দল কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় একটি তল্লাশি চৌকি বসায়। রাত ১০টার দিকে ঢাকা মেট্রো- চ-১৯-৬৯৯২ নম্বরের একটি সাদা রংয়ের মাইক্রোবাস তল্লাশি চৌকির নির্দেশ অমান্য করে সন্দেহজনকভাবে দ্রুততার সাথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা গাড়িটির গতিরোধ করে গাড়িতে থাকা চালকসহ আরও দুইজনকে গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্যমতে মাইক্রোবাসের চালকের সিটের নিচে ইয়াবা ট্যাবলেটসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রুপগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

ঢাকাটাইমস/১১ মে/এএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
যুক্তরাষ্ট্রে প্রাইভেট বিমান দুর্ঘটনায় ধনাঢ্য শিল্পপতি জেমস ওয়েলার নিহত
শেরপুরে জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এটিইউ
জনবল সংকটে ধুঁকছে ফেনী জেনারেল হাসপাতাল, চিকিৎসাসেবা ব্যাহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা