পপ-আপ সেলফি ক্যামেরার ফোন আনল অনর

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২০, ০৯:০৬
অ- অ+

পপ-আপ সেলফি ক্যামেরার নতুন ফোন আনল অনর। মডেল অনর নাইন এক্স প্রো। এই ফোনে গুগলের মোবাইল সার্ভিসের পরিবর্তে হুয়াওয়ের নিজস্ব হুয়াওয়ে মোবাইল সার্ভিস থাকছে। যদিও নতুন ফোনটি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমেই চলবে। এই ফোনের পেছনে তিন ক্যামেরা রয়েছে। ৬ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজে ফোনটি পাওয়া যাচ্ছে।

অনরের নতুন এই ফোন অ্যানড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম চালিত। সঙ্গে আছে ইএমইউআই ৯.১ ইউজার ইন্টারফেস। এই ফোনে গুগল প্লে স্টোর থাকছে না।

ফোনটিতে ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। সঙ্গে রয়েছে কিরিন ৮১০ চিপসেট, ৬ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।

অনর নাইন এক্স প্রো ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গেই থাকছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সঙ্গে থাকছে ১৬ মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে ফোরজি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ, টাইপ সি পোর্ট। নিরাপত্তার জন্য থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাকআপের জন্য আছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।

(ঢাকাটাইমস/১৩মে/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চরমোনাই পীরকে নিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে হুমকি!
৮৫ দিন পর সীমান্তে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ
স্থানীয় চেয়ারম্যান-মেম্বরের ইন্ধনে মুরাদনগরে ট্রিপল মার্ডার: র‍্যাব
যারা পিআর নির্বাচন চাইছে তারা ‘চরের দল’: সালাহউদ্দিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা