বগুড়ায় অসহায় প্রতিবন্ধীদের ঈদসামগ্রী দিলো র‌্যাব

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২০, ২১:৩৩| আপডেট : ১৭ মে ২০২০, ২১:৪১
অ- অ+

ঈদের আনন্দ ভাগাভাগির লক্ষ্যে বগুড়া র‌্যাব-১২ এর উদ্যোগে জেলার ৫০ জন অসহায় ও দুস্থ প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১টায় র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের মাঠে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়।

র‌্যাব-১২ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে করোনাভাইরাস চলাকালে বিভিন্ন সময়ে অসহায় দুস্থ, কর্মহীন লোকদের মধ্যে ত্রাণ বিতরণ করে আসছে।

এ সময় উপস্থিত ছিলেন- র‌্যাব-১২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম, ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রওশন আলী।

র‌্যাব-১২ এর অধিনায়ক ঢাকাটাইমসকে বলেন, পুরো জেলা থেকে বাছাইয়ের মাধ্যমে ৫০ জন অসহায় ও দুস্থ প্রতিবন্ধীর মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। আসলে প্রতিবন্ধীরা তো সেভাবে তাদের চাহিদার কথা বলতে পারে না, অনেক ক্ষেত্রেই তারা বঞ্চিত হয়। এমন চিন্তা থেকে তাদের জন্য ঈদসামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। ইতোপূর্বে জেলায় করোনা সংকটের কারণে কর্মহীন হয়ে ২ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া অসহায়, কিন্তু চাইতে পারে না- এমন প্রায় ৩ শতাধিক মধ্যবিত্ত পরিবারকে বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের উচিত একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া। আমরা চেষ্টা করছি, অসহায়দের পাশে দাঁড়ানোর।

(ঢাকাটাইমস/১৭মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে: ১২ দলীয় জোট
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা
রাজশাহীতে আম সংগ্রহ-বাজারজাতকরণ শুরু
কুষ্টিয়ায় বজ্রপাতে কলেজছাত্র নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা