স্বচ্ছতা নিশ্চিতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২০, ২০:১০
অ- অ+

স্বচ্ছতা নিশ্চিতে নাটোরের সিংড়ায় লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই লটারির মাধ্যমে কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু এই উন্মুক্ত লটারির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা বিদ্যুৎ কুমার দাস, ডাহিয়া ইউপি চেয়ারম্যান এমএম আবুল কালাম প্রমুখ।

ইউএনও নাসরিন বানু জানান, উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার ২২ হাজার ৪১০ কৃষকের মধ্যে ৩ হাজার ৬১৭ জন কৃষকের ভাগ্য নির্ধারণ করা হচ্ছে। লটারিতে নির্বাচিত প্রত্যেক কৃষক ন্যায্যমূল্যে ২ মেঃ টন করে ধান দিতে পারবেন।

তিনি আরো জানান, দেশের চলনবিলের সিংড়াতেই সবচেয়ে বেশি কৃষক নির্বাচন করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৯মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যারা পিআর নির্বাচন চাইছে তারা ‘চরের দল’: সালাহউদ্দিন
ইমন-হৃদয়ের অর্ধশতকে লড়াকু পুঁজি বাংলাদেশের
মালয়েশিয়ার অভিযোগে জঙ্গি সন্দেহে ঢাকায় গ্রেপ্তার তিনজন কারাগারে
পালিয়ে যাওয়া আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদের সমতুল্য: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা