নোংরা ঘরে কোয়ারেন্টাইন, ক্ষুব্ধ পূজা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২০ মে ২০২০, ১৩:৫১
অ- অ+

প্রেমিক মানিক কন্ট্রাক্টরের সঙ্গে গোয়ার বাড়িতে গিয়ে আটকে পড়েছেন বলিউড অভিনেত্রী পূজা বেদী। ভারত সরকারের নির্দেশনা অনুযায়ী তাকে এবং তার প্রেমিককে ৩০ মে পর্যন্ত কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সেখান থেকেই গোয়া সরকারের কোয়ারেন্টাইন ব্যবস্থাপনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিনেত্রী।

গোয়া থেকে মুম্বাইতে যাওয়ার সময় আন্তঃরাজ্য সীমান্তে করোনা পরীক্ষার জন্য তাদের পূজা এবং তার প্রেমিককে হাসপাতালে পাঠানো হয়। সেখানে কোভিড ১৯-এর পরীক্ষার একদিন পর তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়। সেখানে গিয়েই ক্ষোভে ফুঁসে ওঠেন পূজা।

ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী বলেন, গোয়া প্রশাসন যে ঘরে তাকে এবং মানিক কন্ট্রাক্টরকে কোয়ারেন্টাইন করে রেখেছে, তা দেখলে যে কেউ চমকে যাবেন। সেখানে বিছানার চাদর যেমন নোংরা, তেমনি ঘরের আসবাবপত্রেও ধুলো পড়ে আছে। যাকে ভাইরাসের প্রাথমিক আতুঁড়ঘর বললেও ভুল হবে না বলে কটাক্ষ করেন।

শুধু তাই নয়, যে ঘরে তাদের রাখা হয়েছে, সেই ঘরে থাকলে যেকোনো মুহূর্তে যে কেউ করোনাভাইরাসে আাক্রান্ত হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন পূজা। লকডাউন ঘোষণার আগেই হবু স্বামী মানিক কন্ট্রাক্টরের সঙ্গে তার গোয়ার বাড়িতে গিয়েছিলেন তিনি।

ঢাকাটাইমস/২০মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট পুনর্গঠন
আখাউড়ায় ট্রেনচালকের গলিত মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, নদীপথে কোস্ট গার্ড ও নৌবাহিনীর নজরদারি 
বর্ষাকালে সুস্থ ও ফিট থাকার ১৩ উপায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা