ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটির ২০ সদস্যের করোনা জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২০, ১৯:৫৫
অ- অ+

করোনাভাইরাসে আক্রান্ত ঢাকা মহানগর পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের আরও ২০ পুলিশ সদস্য সুস্থ হয়ে উঠেছেন। আজ বৃহস্পতিবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে তারা ছাড়পত্র পেয়েছেন।

ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মুহিত কবির সেরনিয়াবাত বলেন, তারা সবাই দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে গত ২১ এপ্রিল থেকে গত ১ মের মধ্যে অসুস্থতা নিয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হন। কোভিড-১৯ পরীক্ষার পর তাদের পরীক্ষার ফলাফল পজেটিভ এলে তাদেরকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয়। পরে আবার দুইবার তাদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। দুইবারই ফলাফল নেগেটিভ আসায় তাদেরকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।

সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটির ডিভিশনের ৬১ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ২৯ জন সুস্থ হয়ে উঠেছেন। বাকিরা সুস্থতার পথে।

এ সময় ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম করোনা জয়ী বীরদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। তখন উপস্থিত ছিলেন ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা ও পুলিশ লাইন্সের অন্যান্য সদস্যরা।

দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে জনগণের পাশে আছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। জনগণকে নিরাপদ রাখতে সম্ভাব্য সবকিছু করেই ফ্রন্ট-ফাইটার বা সম্মুখযোদ্ধা খেতাব পেয়েছেন পুলিশের অকুতোভয় সদস্যরা। মানুষকে বাঁচাতে গিয়ে তারা নিজেরাও আক্রান্ত হচ্ছেন।

(ঢাকাটাইমস/২১মে/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা