বাঘের সঙ্গে লড়াই করে জয়ী হলো ব্যাঙ (ভিডিও)

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২০, ১০:৩৬
অ- অ+

কথায় আছে যুদ্ধটা হতে হয় রাজায় রাজায়। কিন্তু রাজা প্রজার সঙ্গে যুদ্ধ বাঁধলে বেমানান বটে! কিন্তু এমনটাই হয়েছে। সম্প্রতি অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিও দেখা যাচ্ছে চিতা বাঘের সঙ্গে একটি ব্যাঙ লড়াই করছে।

ওই ভিডিও-তে চিতাবাঘ ও ব্যাঙের মধ্যে লড়াই দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ! আপনার মনে হতেই পারে, একটা ব্যাঙ শিকার করতে চিতাবাঘের কত সময় লাগতে পারে? কিন্তু আসলে এই লড়াইয়ে সফলতা লাভ করে ব্যাঙ, যার জন্য এই ভিডিও-টি খুবই ভাইরাল হয়েছে।

ভারতেরয় বন বিভাগের কর্মকর্তা সুশান্ত নন্দা এই ভিডিওটি পোস্ট করেন।

এই ভিডিও-টি দেখলেই বুঝতে পারবেন, ব্যাঙটা একটা গাছের নিচে চুপ করে বসেছিল। চিতাবাঘটি ধীরে ধীরে তার কাছে এগিয়ে গিয়ে তাকে পা দিয়ে মারার চেষ্টা করে। ব্যাঙটি বড়ো করে হাঁ করলেও চিতাবাঘটি পিছু হাটে না, তখন ব্যাঙটা লাফিয়ে উঠে তাকে মারার চেষ্টা করে। তখন চিতাবাঘটা পিছু হাটে ও অন্য দিকে সরে যায়।

১৮ সেকেন্ডের এই ভিডিও-টি নেট বিশ্বে বেশ ভাইরাল।

দেখুন সেই ভিডিও:

(ঢাকাটাইমস/২২মে/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেটের প্যাকেটের দাম সর্বনিম্ন ৯০ টাকা করার দাবি ডর্‌প যুব ফোরামের
ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে নগরভবনে তালা
জামালপুরের মেলান্দহে সুইপার কলোনিতে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু 
নোয়াখালীতে বন্দুকসহ মাদক কারবারি আটক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা