বাগদান সারলেন ‘বাহুবলী’র ভিলেন

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২২ মে ২০২০, ১০:৫০
অ- অ+

লকডাউনের মধ্যেই ধুমধাম করে বাগদান পর্ব সেরে ফেললেন ব্লকবাস্টার ‘বাহুবলী’ ছবির ভিলেন ‘বল্লালদেব’ ওরফে রানা দাগ্গুবাতি! বৃহস্পতিবার দীর্ঘ দিনের প্রেমিকা মিহিকার সঙ্গে রোকা অনুষ্ঠান সম্পন্ন করেই ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়া ঝড় তুলে দিয়েছেন এই অভিনেতা।

ইনস্টাগ্রামে বাগদানের ছবি শেয়ার করে রানা লিখেছেন, ‘ইটস অফিসিয়াল’! তার পরই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে রানা-মিহিকার বাগদান পর্বের সেই ছবি ভাইরাল হতে থাকে। তখনই রানাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বসেন তেলেগু অভিনেতা নানি। সেই হোয়াটসঅ্যাপ মেসেজে রানা তাকে উত্তর দেন, ‘রোকা অনুষ্ঠান।’

ইনস্টাগ্রামে অভিনেতা নানির সঙ্গে তার কথোপকথনের সেই পর্বের স্ক্রিনশটও তুলে ধরেছেন রানা।

অভিনেতার এই রোকা অনুষ্ঠান আদতে একপ্রকার বাগদান পর্ব। বিয়ের দিনক্ষণ, রিসেপশন, বিয়ে সংক্রান্ত যাবতীয় সব জরুরি বিষয় নিয়ে আলোচনা করতে মিলিত হন পাত্রপক্ষ এবং কন্যাপক্ষ। বৃহস্পতিবার হায়দ্রাবাদের রামানাইডু ফিল্ম স্টুডিওতে রানা ও মিহিকার এই রোকা অনুষ্ঠান সম্পন্ন হয়।

এদিন রানার পরনে ছিল সাদা শার্ট এবং ধুতি। অন্যদিকে মিহিকা ডিজাইনার ব্লাউজসহ গোলাপি-হলদে সিল্কের শাড়িতে রোকার অনুষ্ঠানে এসেছিলেন। আগামী ডিসেম্বরে এ জুটির চারহাত এক হবে বলে খবর।

ঢাকাটাইমস/২২মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা