‘দোস্ত এইডের’ পোশাকে ৩০ শিশুর মুখে হাসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মে ২০২০, ১৪:৩০

নতুন জামায় ঈদ উৎযাপন করতে চুয়াডাঙ্গার জীবননগরের ৩০ জন পিছিয়ে পড়া শিশুর মুখে হাসি ফুটিয়েছে ‘দোস্ত এইড সোসাইটি’। একইসঙ্গে দোস্ত এইড সেখানকার শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী (সেমাই, চিনি, তেল, ডাল, লবণ, সাবান) বিতরণ করেছে।

দোস্ত এইড জানায়, ঈদে দরিদ্র তথা পিছিয়ে পড়া ও প্রতিবন্ধী শিশু কিশোরদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে।

দোস্ত এইডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বলেন, ‘শুধু কোভিড দুর্যোগ, রমজান বা ঈদ নয় বরং সারা বছর অসহায়দের সহযোগিতায় বিভিন্ন প্রকল্প চলমান থাকবে আমাদের। এ ক্ষেত্রে সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশী আমরা।’

গতকাল শুক্রবার ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, সময় টেলিভিশনের সাংবাদিক সাব্বির সামি মুহিত, বিজনেস আওয়ার ২৪ এর বার্তাকক্ষ সম্পাদক আসীম সাঈদ, মাই টিভির জীবননগর প্রতিনিধি মিথুন মাহমুদসহ স্থানীয় পৌর কমিশনারগণ।

উপস্থিত অতিথিবৃন্দ দোস্ত এইডের এই কর্মসূচির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ছোটনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

(ঢাকাটাইমস/২৩মে/এনআই/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :