রাত জেগে সড়কে সেহরির খাবার বিতরণ যুবকের

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২০, ২১:৫৪
অ- অ+

ভৈরবে রাত জেগে রোজদারদের সেহরির খাবার তুলে দিচ্ছেন যুবক সালমান আনোয়ার মোহাম্মদ। তিনি তার নিজস্ব অর্থায়নে শনিবার ভোর রাতে ঢাকা-সিলেট, ঢাকা-ময়মনসিংহ সড়কে বিভিন্ন যানবাহনে রোজদার যাত্রী ও চালকদের খাবার তুলে দেন।

পবিত্র মাহে রমজান শেষেই কাঙ্ক্ষিত ঈদে শিকড়ের টানে বাড়ি ফেরা নিয়ে শুরু হয় ধুম। নিজস্ব কর্মস্থল থেকে আপন নীড়ে ফিরে যায় মানুষ। রাত-দিন পরোয়া না করেই নিজ নিজ গন্তব্যে ফিরছেন। যদিও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাস চলাচল না থাকা সত্ত্বেও ট্রাক, প্রাইভেটকারে করেই ছুটছে মানুষ।

করোনারভাইরাসের প্রাদুর্ভাবে হোটেল-রেস্টুরেন্ট বন্ধ থাকায় এবং নিজেদের সঙ্গে অনেকেরই সেহরির ব্যবস্থা না থাকায় রোজাদারদের অনেককে না খেয়েই রোজা রাখতে হচ্ছে। এসব চিন্তা করেই ভৈরবের সালমান আনোয়ার নিজ উদ্যোগে স্থানীয় রক্তসৈনিক নামে সংগঠনের কর্মীদের সহযোগিতায় এসব লোকদের হাতে খাবার তুলে দেন।

সালমান আনোয়ার মুহাম্মাদ জানান, কিছুদিন আগে নিজ প্রয়োজনে সেহরির সময়ে দুর্জয় মোড়ে গেলে দেখতে পাই দূরের অনেকেই ভৈরব অতিক্রম করছেন এবং রোজাদারদের সেহরি খাবারের কোনো সুযোগ পাচ্ছেন না। এই অবস্থা দেখে আমি নিজের সামর্থ অনুযায়ী ৫০ জন রোজদার ব্যক্তির হাতে খাবার তুলে দিতে পারছি।

(ঢাকাটাইমস/২৩মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙামাটিতে ট্রাক্টর উল্টে প্রাণ গেল ৩ শ্রমিকের
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু
এপ্রিলে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ উত্তরা, থানা উত্তরা পশ্চিম
ঐকমত‍্য কমিশনের কাজের অগ্রগতি এখনো অস্পষ্ট: এবি পার্টি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা