জোড়াতালি দিয়ে আইসিইউ চলে না

মোহাম্মাদ ফয়সাল ইকবাল চৌধুরী
  প্রকাশিত : ২৫ মে ২০২০, ১৩:০৫| আপডেট : ২৫ মে ২০২০, ১৩:১৪
অ- অ+
মোহাম্মাদ ফয়সাল ইকবাল চৌধুরী

জোড়া তালি দিয়ে আর যাই হউক আইসিইউ চলে না। আইসিইউ প্রশিক্ষিত নার্স, চিকিৎসক, ওয়ার্ড বয় ছাড়া আইসিইউ চলে না। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভেন্টিলেটর আর আইসিইউ বেড নিয়ে কিছু মূর্খ ফেইসবুক ফাটাই ফেলেছিলেন, ১০ থেকে ১৮ সব তিনি উল্টায় ফেলছেন।

তা গত কয়দিনে দেখেছি। গতকাল আর আজকে ২৪ টি ঘন্টা চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে বাঁচাতে পারেনি এস আলম গ্রুপের সন্মানিত পরিচালক জনাব মোর্শেদ আলম সাহেবকে। যে আইসিইউতে রোগী নেয়ার পর আধঘন্টা গেইট খুলে না, নার্সরা। কোন প্যারামিটার বুঝে না। যেখানে সর্বোচ্চ ১৫ লিটার এর বেশি অক্সিজেন দেওয়া যায় না।

যে কজন চিকিৎসক আছেন তাদেরকে বিভিন্ন উপজেলা থেকে সংযুক্তি দিয়ে আনা হয়েছে, দু একজনের আইসিইউতে প্রশিক্ষণ আছে মাত্র। কিন্তু যে নার্সগুলো আছে তারা প্রশিক্ষিত নয়। মাত্র ৭/১০ দিন ট্রেনিং দিয়ে পঠানো হয়েছে।

সেখানে ভেন্টিলেটর নিয়ে চেঁচামেচি করে কি লাভ? সবচেয়ে বেশি প্রয়োজন চট্টগ্রাম সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন ও আইসিইউ প্রশিক্ষিত চিকিৎসক, নার্স ও পর্যাপ্ত ওয়ার্ড বয়।

লেখক: চিকিৎসক, চট্টগ্রাম মেডিকেল কলেজ

ঢাকাটাইমস/২৫মে/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা