নিউ ইয়র্ক টাইমস জুড়ে করোনায় মৃতদের নাম

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০২০, ১৬:৫৬
অ- অ+

রবিবারের নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতা। কোনও খবর নেই, ছবি নেই, নেই কোনও বিজ্ঞাপনও। শুরু থেকে শেষ পর্যন্ত শুধু সারি সারি নাম। সঙ্গে বয়স আর এক লাইনে পরিচয়। রোমি কোন, ৯১, ‘গেস্টাপোর হাত থেকে ৫৬ জন ইহুদিকে বাঁচিয়েছিলেন।’

ফ্রেড গ্রে, ৭৫। ‘মুচমুচে বেকন আর হ্যাশ ব্রাউন খেতে ভালবাসতেন।’

প্রথম চার পাতা জুড়ে আজ এ ভাবেই করোনায় মৃত মার্কিনদের শ্রদ্ধাজ্ঞাপন করেছে সংবাদপত্রটি। আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা ১ লক্ষ ছুঁইছুঁই। শিরোনামেও রয়েছে সেই অপরিমেয় ক্ষতির কথা। তবে বিশেষজ্ঞদের মতে, মৃতের আসল সংখ্যাটা আরও বেশি। বহু করোনা রোগীর মৃত্যু হয়েছে বাড়িতেই।

কাগজের এক সহকারী সম্পাদক সিমোন ল্যানডনের বলেন, দিনের পর দিন, সপ্তাহ, মাস ধরে এই মৃত্যু-মিছিলে মানুষ ক্লান্ত। সংখ্যাটা মেনে নেওয়া কঠিন। পরিস্থিতি বোঝাতেই এই অভিনব উদ্যোগ। অগণ্য এই হিসেবের কথা মনে করিয়ে দিয়ে।

ওই কাগজে আজ প্রকাশিত একটি প্রতিবেদনে লেখক ড্যান ব্যারি লিখেছেন, ‘ভেবে দেখুন, ১ লক্ষ মানুষের একটি শহর যেন, নববর্ষের দিনও সেটা ছিল। আমেরিকার মানচিত্র থেকে তা এখন মুছে গিয়েছে।’

(ঢাকাটাইমস/২৫মে/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা