পুলিশে করোনা আক্রান্ত চার হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২০, ১৪:৫২
অ- অ+

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সম্মুখযুদ্ধে থেকে লড়ছে পুলিশ সদস্যরা। কোয়ারেন্টাইন নিশ্চিত, অসুস্থ মানুষকে হাসপাতালে নেওয়া, করোনায় মৃত ব্যক্তির দাফন-কাফন সবই করছেন তারা। সংক্রমণের বিস্তার ঠেকাতে মাঠে কাজ করতে গিয়ে অচেনা এই ভাইরাসটিতে পুলিশে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

গত ২৪ ঘন্টায় নতুন করে ১৫২ জন পুলিশ সদস্যর শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাহিনীটির মোট ৪০৫৩ জন সদস্য প্রাণসংহারি ভাইরাসটিতে আক্রান্ত হলেন। এছাড়া সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১১৯ জন। আর মৃত্যু হয়েছে ১৪ জনের।

মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য পাওয়া গেছে। সদর দপ্তর জানায়, চলমান করোনাযুদ্ধে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে পুলিশে করোনায় আক্রান্তদের মধ্যে ১১১৯ জন সুস্থ হয়েছেন। এদের অনেকেই জনগণের সেবায় কাজে যোগ দিয়েছেন।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উন্নত ও মানসম্মত চিকিৎসার কারণে সুস্থতার হার দ্রুত বাড়ছে বলে মনে করে সদর দপ্তর।

পুলিশে করোনার সংক্রমণ ঝুঁকি কমাতে বাহিনী প্রধান ড. বেনজীর আহমেদের নির্দেশে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ একটি বেসরকারি হাসপাতাল ভাড়া করা হয়েছে।

আজ মঙ্গলবার পর্যন্ত সারাদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৭৫১। আর গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১৬৬ জন। নতুন করে ২১ জনের মৃত্যু হওয়ায় এই সংখ্যাটা এখন ৫২২।

(ঢাকাটাইমস/২৬মে/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই
সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না: অর্থ উপদেষ্টা 
পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসি নাই: নাহিদ ইসলাম  
৩০ বল ধরে বাউন্ডারি নেই,পঞ্চাশ ছুঁয়ে ফিরলেন পারভেজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা