মাঠে ফিরেছে বুন্দেসলিগা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২০, ১৫:১৩
অ- অ+

২৮তম রাউন্ডের ম্যাচে মাঠে নামছে দলগুলো। যেখানে ভলসবুর্গকে আতিথ্য দেবে টেবিলের ৪ নম্বরে থাকা বায়ার লেভারকুসেন। চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ওয়েডার ব্রেমেনের বিপক্ষে লড়বে বরুশিয়া মনশ্যানগ্রাডবাখ। আর আইনট্রাখ্ট ফ্রাঙ্কফুর্টের প্রতিপক্ষ ফেইবুর্গ। তিনটি ম্যাচই শুরু হবে রাত সাড়ে ১২টায়।

মাঠে ফিরেছে বুন্দেসলিগা সঙ্গে জমে উঠেছে পয়েন্ট টেবিলের জটিল সব হিসেব নিকেষ। কাগজে কলমে এখনও বাকি ৯ রাউন্ডের খেলা৷ তবে খালি চোখ বলছে শিরোপা লড়াইটা সীমাবদ্ধ বায়ার্ন - ডর্টমুন্ড আর লেইপজিগের মধ্যে৷ তাইতো পরের দলগুলোর আপাতত লক্ষ্য সেরা চারের মধ্যে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগটা নিশ্চিত করা৷ সে লক্ষ্যে টেবিলের ৪ নম্বরে থাকা লেভারকুসেনর সঙ্গে দ্বৈরথটা ৬ এ থাকা ভলসবুর্গের৷

স্বাগতিক সুবিধার সঙ্গে সাম্প্রতিক পার্ফমেন্সের এগিয়ে রাখবে লেভারকুসেনকে৷ ভলসবুর্গের ১ জয়ের বিপরীতে নিজেদের সবশেষ ৫ ম্যাচে শতভাগ জয় তাদের৷ লকডাউন থেকে ফিরে দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ৭ গোল দিয়েছে পিটার বস শিষ্যরা৷ দলে নেই কোন ইনজুরি সমস্যা, তাইতো পছন্দসই ফর্মেশন ৩-৪-২-১ এই ভরসা রাখবেন তিনি৷

বিপরীতে অসবুর্গের বিপক্ষে পাওয়া ২-১ ব্যবধানের জয়ের ৪-২-৩-১ ফর্মেশনে ফিরতে পারে ভলসবুর্গ৷ হালকা অনুশীলন চোট কাটিয়ে পুরোপুরি ম্যাচ ফিট স্ট্রাইকার স্টিফেন৷ তবে সন্দেহ আছে ভিক্টর আর ওটাভিওকে নিয়ে৷

জনসন, ব্রেন্ডার, ভোল্যান্ড, জাকারিয়া৷ এটা ব্রেমেনের বিপক্ষে ম্যাচের আগে মনশ্যানগ্র্যাডবাখের নিয়মিত একাদশের ফুটবলারদের ইনজুরির তালিকা৷ তবুও নির্ভার কোচ মার্কো রসি৷

এবারের মৌসুমে যে নিজেদের হারিয়ে খুঁজছে ব্রেমেন৷ আছে পয়েন্ট টেবিলের তলানীতে৷ তার ওপর গেলো প্রায় অর্ধযুগে মনশ্যানগ্র্যাডবাখকে হারাতে পারেনি তারা৷ তাইতো অনেকটা একপেশে ম্যাচ হলেও অবাক হওয়ার কিছুই থাকবেনা৷

অন্যদিকে ফ্রাঙ্কফুর্ট - ফেইবুর্গের ম্যাচটাও জমে ওঠার আভাস৷ কমার্সব্যাংক অ্যারেনায় দ্যা ঈগলসরা যখন লড়বে রেলিগেশন বাঁচাতে তখন ফেইবুর্গের হাতছানি ইউরোপা লিগের পথে আরো এগিয়ে যাওয়ার৷ সঙ্গে প্রথম লেগে ১-০ ব্যবধানে হারের শোধ নেয়ার৷

ফেইবুর্গের অল অ্যাটাক ফুটবলে জবাব ফ্রাঙ্কফুর্ট দেবে ঘর সামলে রক্ষণাত্মক৷ সেক্ষেত্রে শুরুর একাদশে হিন্টেগার আর রোডি যে ফিরছেন সেটা নিশ্চিত৷ বিপরীতে অতিথি দলের তুরুপের তাস হতে পারেন স্ট্রাইকার ভিসেঞ্জো গ্রিফো৷

(ঢাককাটাইমস/২৬ মে/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা