করোনার প্রথম ঝড়ের মাঝামাঝি বিশ্ব, দ্বিতীয় ঝড় সামনে

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ মে ২০২০, ০৯:৫৬
অ- অ+

ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ করোনা-ঝড়ের একটা ধাক্কা সামলে লকডাউন শিথিল করেছে। তারা চেষ্টা করছে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানাল, বিশ্ব এখন মাত্র করোনা সংক্রমষের প্রথম ধাপের মাঝামাঝি পর্যায়ে। দ্বিতীয় ঝড়ের এখনো অনেক বাকি।

প্রথম ঝড়ে এখন পর্যন্ত বিশ্বে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৫২ হাজার ২২৩ এবং আক্রান্ত ৫৬ লাখ ৮৪ হাজার ৬৮৪ জন। মঙ্গলবার এক দিনে বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৯২ হাজার ৬০ জন, মৃত্যু ৪০৪৮।

একক দেশ হিসেবে আক্রান্ত ও মৃতের ‍সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে- সংক্রমিত ১৭ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ।

তবে বিশ্বে মোট করোনা-আক্রান্তের দুই-তৃতীয়াংশই ইউরোপের। এখন চিন্তা বাড়ছে দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ এশিয়ার। বিশেষ করে ব্রাজিল ও ভারতের। আআমী দিনের অর্থনীতির কথা ভেবে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো কিংবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো অনেকে নিজ নিজ দেশে লকডাউন তুলে দিতে চাইছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) এগজিকিউটিভ ডিরেক্টর মাইক রায়ান তাই ব্রাজিলকে বললেন, ‘সংক্রমণ যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তখন অর্থনীতির ওপর যা-ই প্রভাব পড়ুক না কেন, এলাকা বুঝে লকডাউন না তোলাই মঙ্গলকর।’

মাইক রায়ান হুঁশিয়ার করেন- ‘আমরা এখন সবে সংক্রমণের প্রথম ধাপের মাঝামাঝি পর্যায়ে। দ্বিতীয় ঝড়ের ঢের বাকি। এখন প্রথম ঝড়ের দাপট সামলানোটাই চ্যালেঞ্জের।’

এদিকে গোটা বিশ্বকে সতর্ক করতে গিয়ে চিনের ‘ব্যাট উম্যান’ তথা উহানের বিতর্কিত ইনস্টিটিউট অব ভাইরোলজির ডেপুটি-ডিরেক্টর শি জ়েংলি বলেন, ‘যে নোভেল করোনাভাইরাসকে শনাক্ত করা গেছে তা হিমশৈলের চূড়া মাত্র। আগামী দিনে আরও অনেক তেজি ভাইরাসের সঙ্গে লড়তে হতে পারে আমাদের। আর যুদ্ধ জিততে হলে সব দেশকেই একজোট হয়ে লড়তে হবে।’

(ঢাকাটাইমস/২৭মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা