শপিংয়ে গিয়ে করোনায় আক্রান্ত বোর্নমাউথ গোলরক্ষক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০২০, ১২:০৫
অ- অ+

প্রিমিয়ার লিগে দ্বিতীয় দফায় করোনাভাইরাস পরীক্ষার পর জানা গিয়েছিল বোর্নমাউথের একজন খেলোয়াড় আক্রান্ত হয়েছেন। শুরুতে নাম প্রকাশ করা না হলেও বোর্নমাউথের গোলরক্ষক অ্যারন র‍্যামসডেল নিজেই জানিয়েছেন করোনায় আক্রান্ত তিনি। দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে দোকানে কেনাকাটার সময় আক্রান্ত হতে পারেন বলে ২২ বছর বয়সী সন্দেহ প্রকাশ করেছেন।

‘গত সপ্তাহেও আমার পরীক্ষা করা হয়েছিল। তখন ফল এসেছিল নেগেটিভ। এরপর আমি স্বাভাবিক কাজকর্মই করেছি। লকডাউনের নিয়ম মেনে শুধুমাত্র সুপারমার্কেটে গিয়েছিলাম, আর পেট্রোল স্টেশন থেকে গাড়ির জ্বালানি নিয়েছি।’

‘লকডাউনের শুরু থেকে যেমন ছিলাম, এবারও তেমনটাই সতর্ক ছিলাম। তবে মনে হচ্ছে কেনাকাটা করতে গিয়েই আক্রান্ত হলাম’ - সানকে বলেছেন র‍্যামসডেল।

এই ঘটনার ৩ দিন আগে প্রথম দফায় পরীক্ষার নেগেটিভ ফল পেয়েছিল বোর্নমাউথ। প্রিমিয়ার লিগের বাকি ক্লাবগুলোর মতো এরপরই অনুশীলন শুরু করেছিল ক্লাবটি। দ্বিতীয় দফায় প্রিমিয়ার লিগের খেলোয়াড় ও স্টাফসহ মোট ৯৯৬ জনের শরীরে করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। আর সবমিলিয়ে এখন পর্যন্ত ৮ জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে।

র‍্যামসডেলকে এখন ৭ দিন আইসোলেশনে থাকতে হবে। তার শরীরে কোনো উপসর্গ নেই বলেও জানিয়েছেন তিনি। সতীর্থরাও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তার উদ্দেশ্যে, ‘ক্লাব সাহায্য করছে। বিশেষ করে খেলোয়াড় ও স্টাফরা আমাকে বলেছে কোনো কিছু লাগলেই যেন তাদের জানাই। তারা আমাকে বাজার করে বাড়ি পর্যন্তও পৌঁছে দিতে চেয়েছে।’

(ঢাকাটাইমস/২৭ মে/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যত ত্যাগী নেতাই হোক, অন্যায় করলে বিএনপির কাউকে ছাড় দেওয়া হবে না: তেনজিং 
ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু 
রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ উদ্ধোধন করলেন ধর্ম উপদেষ্টা 
আমার ভাইয়ের হত্যার বিচার এখনো পাই নাই: রমজান আলী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা