আগুনে ৫ জনের মৃত্যু, অপমৃত্যু মামলা করল ইউনাইটেড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ মে ২০২০, ১৫:৫৫ | প্রকাশিত : ২৮ মে ২০২০, ১৫:৩১

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন লেগে ৫ রোগীর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। বুধবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ গুলশান থানায় মামলাটি করে।

বৃহস্পতিবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপ- কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম হাসপাতালটি পরিদর্শন করেছেন।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, 'ঘটনার সুষ্টু তদন্তের সকল ব্যবস্থা সিটি করপোরেশন থেকে করা হবে। এরই মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি আলামত সংগ্রহ করছে। তদন্তে কারএ গাফলতি পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

গুলশানের ডিসি বলেন, 'রাতেই অপমৃত্যু মামলাটি হয়েছে। প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এটি দায়ের করেছে।'

মৃত ব্যক্তিদের পরিবার থেকে কেউ কোনো অভিযোগ দিয়েছে কিনা জানতে চাইলে সুদীপ কুমার বলেন, 'আমি পরিবারগুলোকে বলেছিলাম তারা অভিযোগ দিলে আমরা নিবো। কিন্তু কেউ অভিযোগ না করেই মরদেহ নিয়ে গেছেন।'

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, 'নিহত পাঁচজনের মধ্যে চারজনের করোনা ধরা পড়েনি। একজনের পজিটিভ আসে। তার মরদেহ সরকারি নিয়ম মেনে দাফন করা হয়েছে।'

বুধবার রাত ১০টা দিকে গুলশানের অভিজাত এই হাসপাতালটিতে আগুনের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি থেকেই আগুনের সূত্রপাত। আগুনে পাঁচজন রোগী দগ্ধ হয়ে মারা যান।

আগুনের ঘটনায় গত রাতেই চারসদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি এরই মধ্যে হাসটাতালটি পরিদর্শন করেছে। অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখছে সংস্থাটি।

(ঢাকাটাইমস/২৮মে/এসএস/এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :