টিনএজারদের জন্য ফেসবুকের নয়া অ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২০, ১৯:০১
অ- অ+

সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক এবার টিনএজারদের জন্য এক নয়া অ্যাপ নিয়ে এল৷ লাইফস্টেজ নামের এই অ্যাপটি আপাতত আইফোন ইউজাররাই ব্যবহার করতে পারবেন৷ অ্যাপটি আদতে ফেসবুকের পুরনো সংস্করণের মতো দেখতে বলে দাবি করেছেন অনেকে৷ তবে এই অ্যাপে ভিডিও-র উপর আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে৷

এই অ্যাপের বৈশিষ্ট্য কী?

ফেসবুক এক ব্লগ পোস্টে জানিয়েছে, এটি মূলত এক ধরনের ভিডিও ডায়েরি৷ একটি নির্দিষ্ট গ্রুপের মধ্যে ইউজাররা বিভিন্ন বায়োগ্রাফিক্যাল প্রশ্ন করতে ও উত্তর দিতে পারবেন৷ এই অ্যাপটি ব্যবহার করতে হলে একজন ইউজারের বয়স ২১ বছর বা তার কম হতে হবে৷ কারও বয়স যদি ২২ বছর হয়ে যায়, তখন সেই ইউজারকে কীভাবে বাদ দেওয়া হবে, সে বিষয়ে ব্লগে বিস্তারিত জানায়নি ফেসবুক৷ বায়ো তৈরি করতে টেক্সট-এর বদলে ব্যবহার করা যাবে ভিডিও৷ রয়েছে লাইক, ডিসলাইক, বেস্ট ফ্রেন্ডস অপশন৷ যে কোনও ভিডিও রেকর্ড করে প্রোফাইলে ‘অ্যাড’ করা যাবে৷ হাই স্কুল পড়ুয়াদের জন্য এই অ্যাপ বিশেষভাবে ডিজাইন করা হয়েছে৷ অন্তত ২০ জন ইউজার কোনও একটি স্কুলকে বেছে নিলে তবেই সেই স্কুলের পড়ুয়ারা একে অপরের প্রোফাইল দেখতে পারবেন৷ ঠিক এইভাবেই জন্ম নিয়েছিল ফেসবুক৷

এই অ্যাপটির জন্ম দিয়েছেন ফেসবুকের মাত্র ১৯ বছর বয়সী প্রোডাক্ট ম্যানেজার মাইকেল সেম্যান৷ মাত্র ১৩ বছর বয়সে যিনি ‘কোডিং’ শুরু করে, তৈরি করেন 4Snaps নামের একটি ফটো অ্যাপ৷ মাত্র তিনজন ইঞ্জিনিয়ার ও একজন ডিজাইনারকে সঙ্গে নিয়ে গত দু’বছর ধরে নয়া অ্যাপটি তৈরি করেছেন সেম্যান৷ এই অ্যাপের সাহায্যে স্কুলের পড়ুয়ারা ভিডিও প্রোফাইল তৈরি করতে পারবেন৷ অনেকটা স্ক্র্যাপবুকের মতো৷ একই স্কুলের বন্ধুরা একটি গ্রুপের মধ্যে যুক্ত হতে থাকবেন৷ বিশেষজ্ঞরা বলছেন, ঠিক এভাবেই জন্ম নিয়েছিল ফেসবুক৷ এখন আবার জন্মলগ্নের নীতিকেই আঁকড়ে ধরে নয়া প্রজন্মের কাছে অপরিহার্য হতে চাইছে ফেসবুক৷ তবে কোনও ইউজার নিজের স্কুল বাদ দিয়ে অন্য কোনও স্কুলের গ্রুপে যুক্ত হতে চাইলে কীভাবে সেটা আটকানো সম্ভব হবে সে বিষয়েও কিছু জানানো হয়নি ফেসবুকের ওই ব্লগ পোস্টে৷

(ঢাকাটাইমস/২৮মে/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা