বরিশালে একদিনে করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২০, ১৮:২৩
অ- অ+

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। তাদের প্রত্যেকের জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল বলে জানিয়েছেন মেডিকেল কলেজের দায়িত্বশীল সূত্র। মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকার ৬৫ বছর বয়সের এক বৃদ্ধ মারা যান। এর আগে প্রচণ্ড শ্বাস কষ্ট ও জ্বর নিয়ে সকাল সাড়ে ৯টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন সে। এর আগে করোনা উপসর্গ নিয়ে গত শনিবার রাত ১১টা ২০ মিনিটে ভর্তির পর রাত ১টার দিকে উজিপুর উপজেলার সাতলা গ্রামের ৫০ বছর বয়সের এক পুরুষ রোগীর মৃত্যু হয়। একই দিন বিকাল সোয়া ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ৪৫ বছর বয়সের একজন পুরুষ রোগীর মৃত্যু হয়।

এর আগে করোনার উপসর্গ নিয়ে গত শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি। গত শনিবার বেলা সাড়ে ১২টার দিকে করোনা উপসর্গ নিয়ে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামের ৬০ বছর বয়সের এক বৃদ্ধ মারা যান। এ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে ৩৩ জনের মৃত্যু হলো। যার মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়।

এ পর্যন্ত শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে ভর্তি হন ২১৯ জন রোগী। যার মধ্যে ৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। রবিবার দুপুর পর্যন্ত শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৪২ জন রোগী। যার মধ্যে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এসএম মনিরুজ্জামান।

(ঢাকাটাইমস/৩১মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না, রাজপথেই নির্বাচন আদায় করব: সপু
দেশবাসী প্রস্তুতি নেন, গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা