দুই জ্যেষ্ঠ সহকারী সচিবকে বদলি

প্রশাসনে দুই জ্যেষ্ঠ সহকারী সচিবকে বদলি করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব আলিয়া মেহের স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (জ্যেষ্ঠ সহকারী সচিব) ফয়সাল হককে শিল্প মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে হিসেবে বদলি করা হয়েছে।
আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, শিল্প মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (জ্যেষ্ঠ সহকারী সচিব) দীপঙ্কর রায়কে শিল্প মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
(ঢাকাটাইমস/০১জুন/এএ/জেবি)

মন্তব্য করুন