যুক্তরাষ্ট্রে পুলিশের রাবার বুলেটে চোখ হারালেন নারী সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০২০, ১২:৩০
অ- অ+

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যায় অগ্নিগর্ভ যুক্তরাষ্ট্রে বিক্ষোভের ছবি ক্যামেরাবন্দি করতে গিয়ে চোখ হারালেন দুই সন্তানের মা, এক মার্কিন নারী সাংবাদিক। লিন্ডা টিরাদো নামে বছর ৩৭ এর ওই সাংবাদিকের দাবি, বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছুড়লে তার একচোখ ফুঁড়ে দেয়। চিরদিনের মতোই তার ওই চোখ নষ্ট হয়ে গিয়েছে।

কৃষ্ণাঙ্গ হত্যার বিক্ষোভ কভার করতে শুক্রবার ন্যাশভিল থেকে মিনিয়াপলিসে যান ওই চিত্র সাংবাদিক। বিক্ষোভের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করার সময়, আচমকা একটি রাবার বুলেট ছিটকে এসে তার চোখে লাগে। লিন্ডার কথায়, 'সেই মুহূর্তে মনে হয়েছিল, আমার মুখ বিস্ফোরণে উড়ে গেছে।'

অস্ত্রোপচার করে তার চোখ থেকে গুলি বের করা হলেও, তিনি যে ওই চোখে ভবিষ্যতে আর দেখতে পাবেন না, ডাক্তাররা তা নিশ্চিত করেছেন। অস্ত্রোপচারের পর কমপক্ষে দু-সপ্তাহ আগে তাকে বিশ্রামে থাকতে হবে। রবিবার সামাজিক মাধ্যমে নিজের ছবি শেয়ার করেন ওই মহিলা চিত্র সাংবাদিক।

আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের হত্যায় গত সপ্তাহ থেকে উত্তাল যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বিক্ষোভ কড়া হাতের দমনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ঢাকা টাইমস/০২জুন/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
আজ সরকারি অফিস-ব্যাংক-পুঁজিবাজার খোলা
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড
হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ৪৮ হাজার ৬৬১ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা