ইতালিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো
  প্রকাশিত : ০২ জুন ২০২০, ২৩:৪৪
অ- অ+

করোনাভাইরাসে বিপর্যস্থ ইতালি। দেশটিতে কমছে মৃতের সংখ্যা। ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেয়া হচ্ছে বুধবার (৩ জুন)। এর ফলে বিভিন্ন দেশের পর্যটকেরা ইতালিতে আসতে পারবেন। এদিকে বুধবার থেকে ইতালির এক অঞ্চলের জনগণ অন্য অঞ্চলে যেতে পারবেন। এ সময় ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পরিস্থিতি নজরে রাখছে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।

করোনা বিপর্যয় কাটিয়ে ক্রমে সেই আগের কর্ম চাঞ্চল্যে ফিরে যেতে শুরু করেছে ইতালি। মঙ্গলবার (২ জুন) ইতালির প্রজাতন্ত্র দিবসের দিনে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৩১৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত দুই লাখ ৩৩ হাজার ৫১৫ জন। এদিন প্রাণ হারিয়েছে ৫৫ জন। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মোট প্রাণ হারিয়েছে ৩৩ হাজার ৫৩০ জন।

গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৪০৮ জন। দেশটিতে এখনো চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৯ হাজার ৮৯৩ জন। মঙ্গলবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৭৩৭ জন এবং মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৬০ হাজার ৯২ জন বলে জানিয়েছে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি।

তিনি বলেন, জনগণকে সুরক্ষা দিতে ইতালি সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। দিনে দিনে আক্রান্ত এবং মৃত্যের সংখ্যা কমতে থাকায় করোনা থেকে খুব শিগগিরই মুক্তির আশা দেখছে ইতালির ছয় কোটি জনগণ।

(ঢাকাটাইমস/২জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ের প্রথম শহীদ সাংবাদিক ঢাকাটাইমসের হাসান মেহেদীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা