অক্ষয়-পুত্রের কান টানছেন মোদি, ছবি ভাইরাল

বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের একমাত্র ছেলে আরভ ভাটিয়ার কান ধরে টানছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেই ছবি দেখে স্পষ্ট বোঝা যায়, স্নেহের পরশ দিয়েই অক্ষয়-পুত্রের কান টেনে দিচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী।
ছবিতে দেখা যাচ্ছে, আকাশি রঙের জামার সঙ্গে গাঢ় নীল রঙের ব্লেজারের সঙ্গে টুপি পরে রয়েছে আরভ। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদির পরনে রয়েছে খাদির কুর্তা। তড়কা-বলিউড নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে আরভের সঙ্গে মোদির সেই ছবি।
সম্প্রতি আরভ যে ভালো রান্না করতে শিখেছে, সে বিষয়ে ভক্তদের জানান তার অভিনেত্রী মা টুইঙ্কেল খান্না। শাহরুখ খানের ‘বাদশাহ’ ছবির এই নায়িকা বর্তমানে অভিনয় থেকে একেবারেই দূরে। এমনকী, আরভের তৈরি করা কেকের ছবিও শেয়ার করেন অক্ষয়-পত্মী।
ঢাকাটাইমস/০৩জুন/এএইচ

মন্তব্য করুন