সপরিবারে করোনায় আক্রান্ত অধ্যাপক গোলাম রহমান

সাবেক প্রধান তথ্য কমিশনার ও বাসসের সাবেক চেয়ারম্যান অধ্যাপক গোলাম রহমান সপরিবারে কোভিড-১৯ তথা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার পরিবারে আক্রান্ত অন্যদের মধ্যে রয়েছেন স্ত্রী, ছেলে, ছেলের স্ত্রী ও গৃহকর্মী।
জানা যায়, গত ২৯ মে গোলাম রহমানের স্ত্রী নাইম আরা হোসাইনের করোনা পরীক্ষায় পজেটিভ আসে। এরপর পরিবারের অন্য সদস্যদের নমুনা পরীক্ষা করালে গোলাম রহমানসহ আরও ৪ জনের পজেটিভ রিপোর্ট আসে।
স্ত্রী নাইম আরা হাসপাতালে ভর্তি থাকলেও গোলাম রহমানসহ আক্রান্ত অন্যরা বাসায় আইসোলেশনে রয়েছেন। তাদের শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক এই শিক্ষক।
(ঢাকাটাইমস/০৫জুন/ডিএম)

মন্তব্য করুন